পান্থপথে নিটার শিক্ষার্থীদের সড়ক অবরোধ | কারিগরি নিউজ

পান্থপথে নিটার শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বর্তমান পরিচালককে অপসারণসহ একগুচ্ছ দাবিতে রাজধানীর পান্থপথ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) শিক্ষার্থীরা। সোমবার দুপুরে তারা সড়কে অবস্থান নিলে সোনারগাঁও হোটেল মোড় থেকে পান্থপথ পর্যন্ত দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে আশপাশের

বর্তমান পরিচালককে অপসারণসহ একগুচ্ছ দাবিতে রাজধানীর পান্থপথ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) শিক্ষার্থীরা। সোমবার দুপুরে তারা সড়কে অবস্থান নিলে সোনারগাঁও হোটেল মোড় থেকে পান্থপথ পর্যন্ত দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

পান্থপথে নিটার শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আন্দোলনরত শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালকের বিরুদ্ধে দুর্নীতিকে প্রশ্রয়, ক্ষমতা কেন্দ্রীভূতকরণ ও শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলায় নেতৃত্ব দেয়ার অভিযোগ থাকায় তার অপসারণ দাবি করেছে।

একই সঙ্গে ২৭ দিন পার হলেও নিটার প্রশাসন শিক্ষার্থীদের যৌক্তিক দাবি না মেনে, উল্টো শিক্ষার্থীদের দোষী বানিয়ে হোস্টেল বন্ধসহ অপেশাদার আচরণ করছে বলেও অভিযোগ তাদের। এতদিনেও তাদের দাবি না মেনে না নেয়ায় তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভে নেমেছেন। তারা ক্লাস শুরুর পদক্ষেপ গ্রহণের কথাও বলছেন।

কলাবাগান থানার ওসি মুক্তারুজ্জামান বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় বসুন্ধরা সিটির পাশে। এ কারণে তারা কার্যালয়টির সামনে বিচ্ছিন্নভাবে অবস্থান নিলে সড়ক বন্ধ হয়ে যায়। আমাদের সিনিয়র অফিসাররা ঘটনাস্থলে আছেন, তারা শিক্ষার্থী ও প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।’

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, নতুন পরিচালক নিয়োগের পর্যায়কালীন সময়ে ভারপ্রাপ্ত পরিচালক নিয়োগ দিতে হবে।

এছাড়া অভিযুক্ত ১৪ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর পদত্যাগ, গভর্নিং বডির সংস্কার এবং সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে আগামী ৩ কার্যদিবসের মধ্যে হোস্টেল খুলে দিয়ে শ্রেণি কার্যক্রম শুরু করার দাবি জানাচ্ছেন তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করছিলেন।