মেডিকেলে ভর্তির মেধাতালিকায় অস্বচ্ছল শিক্ষার্থী পিয়াল | ভর্তি নিউজ

মেডিকেলে ভর্তির মেধাতালিকায় অস্বচ্ছল শিক্ষার্থী পিয়াল

২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ৩০তম স্থান অর্জন করে ত্রিশালের দরিরামপুর বাজারের পান দোকানদার কাজলের ছেলে মেহেদী হাসান পিয়াল । পিয়াল হতদরিদ্র পান দোকানদার আব্দুল কাদের কাজল ও মিনারা বেগমের সন্তান। দারিদ্রতা কখনও মেধাকে আটকাতে পারে না তার উজ্জল দৃষ্টান্তর হল পিয়াল।

২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ৩০তম স্থান অর্জন করে ত্রিশালের দরিরামপুর বাজারের পান দোকানদার কাজলের ছেলে মেহেদী হাসান পিয়াল। পিয়াল হতদরিদ্র পান দোকানদার আব্দুল কাদের কাজল ও মিনারা বেগমের সন্তান। দারিদ্র কখনও মেধাকে আটকাতে পারে না তার উজ্জল দৃষ্টান্তর হল পিয়াল।

মেডিকেলে ভর্তির মেধাতালিকায় অস্বচ্ছল শিক্ষার্থী পিয়াল

ত্রিশালের শুকতারা বিদ্যানিকেতন থেকে এসএসসি এবং সরকারি আনন্দ মোহন কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ পিয়াল। জাতীয় মেধায় ৩০তম স্থান অর্জন করে তিনি ঢাকা মেডিকেল কলেজে চান্স পয়েছেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে শুকতারা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন আকন্দ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, পিয়াল ছোটবেলা থেকেই মেধাবী। সে প্রাথমিক সমাপনী পরীক্ষা, জেএসসি ও এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। 

পিয়ালের বাবা পান দোকানদার আব্দুল কাদের কাজল দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আল্লাহর অশেষ রহমতে ত্রিশালবাসী দোয়া ও শিক্ষকদের কঠোর পরিশ্রমে আমাদের সন্তান ভাল ফল করতে পেরেছে। এ জন্যে আমরা সকলের কাছে কৃতজ্ঞ। 

শুকতারা বিদ্যানিকেতনের সিনিয়র শিক্ষক আতিকুল ইসলাম আতিক দৈনিক শিক্ষাডটকমকে বলেন, পিয়াল খুবই পরিশ্রমী ছেলে। আমি খুবই গর্ববোধ করছি ও দেশবাসীর কাছ দোয়া চাইছি।