পুলিশের ওপরে মারমুখী ‘ছাত্রলীগ’, মামলা দায়ের - Dainikshiksha

পুলিশের ওপরে মারমুখী ‘ছাত্রলীগ’, মামলা দায়ের

সিরাজগঞ্জ প্রতিনিধি |

সিরাজগঞ্জের কাজিপুরে পুলিশের কাজে বাধা দেয়া ও হামলার অভিযোগে স্থানীয় ছাত্রলীগের অন্তত দশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১৩ মে) রাতে কাজিপুর থানার এসআই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আসামিদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদারও রয়েছেন।

কাজিপুর থানার ওসি এ কে এম লুৎফর রহমান বলেন, সোমবার চালিতাডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলছিল। লোকজন লাইনে দাঁড়িয়ে কার্ড গ্রহণ করছিলেন। বিকাল ৪টার দিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার সেখানে পৌঁছে অবৈধভাবে লাইনের বাইরের লোকজনকে আগে কার্ড প্রদানের জন্য কর্তব্যরত ব্যক্তিদের উপর চাপ প্রয়োগ করতে থাকেন।

এ নিয়ে আগত ব্যক্তি ও ছাত্রনেতাদের মধ্যে তর্ক-বিতর্ক ও বিশৃঙ্খলা শুরু হয় বলে ওসি জানান। তিনি বলেন, এ অবস্থায় ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ছাত্রনেতা আবু সায়েম তালুকদারের নেতৃত্বে বেশ কয়েকজন পুলিশের উপর চড়াও হন। এ সময় তারা পুলিশের সাথে ধাক্কাধাক্কি, গালাগালি ও পোশাক ধরে টানাহেঁচড়া করেন। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সেখান পৌঁছলে ছাত্রনেতারা সটকে পড়েন।

ওসি জানান, এ ঘটনায় থানার এসআই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে ১০/১১ জনের বিরুদ্ধে রাতেই থানায় মামলা দায়ের করেছেন। রাত ৯টা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব না হলেও তাদের গ্রেফতারে অভিযান চলছে।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ বলেন, ঘটনার সময় শুধু যে ছাত্রলীগ নেতা আবু সায়েম ভুল করেছে তা নয়। পুলিশের অসদাচরণের কারণে গ্রামবাসীও তাদের উপরে ক্ষিপ্ত হয়ে উঠেছিল। এ অবস্থায় ভুল বোঝাবুঝির কারণে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ ঘটনার পর উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে নিয়ে থানায় গিয়ে পুলিশের সাথে কথা বলেছি। আমরা তাদের আশ্বস্ত করেছি, ঘটনা যাই হোক উপযুক্ত বিচার হবে।    

এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদারের মোবাইলে ফোনে করলে তা বন্ধ পাওয়া গেছে।

কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.0038211345672607