পুলিশের কাছে মাদরাসার ছাত্র-শিক্ষকদের তথ্য চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় - দৈনিকশিক্ষা

পুলিশের কাছে মাদরাসার ছাত্র-শিক্ষকদের তথ্য চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক |

পুলিশের কাছে কওমিসহ দেশের সব মাদরাসার তথ্য চেয়েছে সরকার। প্রতিটি জেলায় কয়টি কওমি, আলিয়া ও অন্যান্য মাদরাসা আছে এবং মাদরাসায় কতজন ছাত্র-শিক্ষক আছে সে তথ্য চাওয়া হয়েছে। এসব তথ্য চেয়ে পুলিশের মহাপরিদর্শকের কাছে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মান্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। একইসাথে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কাছেও জেলাওয়ারি কওমি, আলিয়া ও অন্যান্য মাদরাসার সংখ্যা এবং মাদরাসার ছাত্র শিক্ষকদের সংখ্যা জানতে চাওয়া হয়েছে। বিভাগ সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক অধিশাখা-২ থেকে জারি করা চিঠিতে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় কওমি মাদরাসারসহ সব মাদরাসা বন্ধ রাখার বিষয়ে জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে সারাদেশের মাদরাসা বন্ধ ও খোলা সংক্রান্ত হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে। নির্ধারিত ছকে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে পুলিশের মহাপরিদর্শক এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগকে।

ছকে জেলার নাম উল্লেখ কওমি মাদরাসার সংখ্যা, আলিয়া মাদরাসার সংখ্যা, অন্যান্য মাদরাসার সংখ্যা, মাদরাসার শিক্ষক সংখ্যা এবং ছাত্র সংখ্যা মন্তব্যসহ পাঠাতে বলা হয়েছে। 

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সূত্র দৈনিক শিক্ষাডটকমকে জানায়, ইতোমধ্যে মাদরাসা শিক্ষা অধিদপ্তরকে সব মাদরাসার হালনাগাদ তথ্য পাঠাতে বলা হয়েছে। জরুরিভিত্তিতে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তরকে। এদিকে মাদরাসা শিক্ষা অধিদপ্তর সব ডিসিদের চিঠি পাঠিয়ে হার্ডকপি ও সফট কপিতে এসব তথ্য পাঠাতে বলেছে।

এর আগে দেশে করোনা ভাইরাসের ঊর্ধ্বমূখী সংক্রমণ রোধে গত ৬ এপ্রিল কওমি মাদরাসাসহ দেশের সব মাদরাসা বন্ধ রাখার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। আবাসিক অনাবাসিক সব মাদরাসা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশ মানায় কোনো ধরণের শৈথিল্য বরদাশত করা হবে না বলে সাফ জানিয়েছে মন্ত্রণালয়। যদিও সরকারি নির্দেশনা উপেক্ষা করে কওমি মাদরাসাগুলো পরীক্ষা নিয়েছে। সব পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেয়া হয়েছে বলেও দাবি করেছে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড ‘আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’। 

গত ৯ এপ্রিল সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, করোনা নিয়ন্ত্রণের জন্য কওমি মাদারাসাসহ সব আবাসিক–অনাবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। তারা যদি সে নির্দেশনা না মানে ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে পুলিশকে বলে দেয়া হয়েছে। এগুলো পর্যবেক্ষণ করা হবে।

এদিকে গতকাল ১১ এপ্রিল এক সংবাদ সম্মেলনে মাদরাসা, মক্তব, হিফজ বিভাগ বন্ধের আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন কাওমি মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী।   

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের - dainik shiksha স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের ঢাকাসহ ১৩ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান কাল বন্ধ - dainik shiksha ঢাকাসহ ১৩ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান কাল বন্ধ প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা টেম্পু চাপায় কলেজছাত্রী নিহত - dainik shiksha টেম্পু চাপায় কলেজছাত্রী নিহত কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0065009593963623