বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে দশটায় রাজধানীর গুলিস্থানে কাজী বশির মিলনায়তন (মহানগর নাট্যমঞ্চ) এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
একই সঙ্গে এদিন ‘প্রকাশনা শিল্পের বর্তমান পরিস্থিতি ও আমাদের ভাবনা’ শীর্ষক সেমিনার ও বইমেলার আয়োজন করা হয়েছে। সমিতির পক্ষ থেকে দৈনিক শিক্ষাডটকমকে পাঠানো এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।
জানা গেছে, এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সভায় সভাপতিত্ব করবেন পুস্তক প্রকাশ ও বিক্রেতা সমিতির সভাপতি মো. আরিফ হোসেন (ছোটন)।
এক প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন।