পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবিতে মাধ্যমিক শিক্ষকদের কর্মসূচি | সমিতি সংবাদ নিউজ

পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবিতে মাধ্যমিক শিক্ষকদের কর্মসূচি

পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও সরকারি নিয়মে বাড়ি ভাড়ার দাবিতে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন এমপিওভুক্ত সহকারি শিক্ষকরা। দাবি আদায়ে তারা কর্মসূচিরও হুমকি দিয়েছেন। বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির ব্যানারে ২২ থেকে ২৯ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবেন বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা

পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও সরকারি নিয়মে বাড়ি ভাড়ার দাবিতে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন এমপিওভুক্ত সহকারি শিক্ষকরা। দাবি আদায়ে তারা কর্মসূচিরও হুমকি দিয়েছেন। বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির ব্যানারে ২২ থেকে ২৯ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবেন বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ঢাকার পুরানা পল্টনস্থ মুক্তিভবনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

২৮ মার্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি এবং শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে এপ্রিলে শিক্ষাভবন ঘেরাও ও স্মারকলিপি পেশ করা হবে। জাতীয়করণের দাবি আদায় না হলে মে মাসে ঢাকা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের হুমকি দেয়া হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষকরা ২০০৪ খ্রিষ্টাব্দ থেকে মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীরা ৫০ শতাংশ উৎসব ভাতা পেয়ে আসছেন। দীর্ঘদিন ধরে তারা শতভাগ উৎসব ভাতা দাবি করে আসছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম বিপ্লবের পরিচালনায় সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সভাপতি সুশান্ত ভাওয়াল, সহ-সাধারণ সম্পাদক মো. আছমান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক শান্তি ভূষণ দেবনাথ, অর্থ সম্পাদক নিরঞ্জন সরকার, দপ্তর সম্পাদক রাজিয়া সুলতানা ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. ফয়েজুল হক ফয়েজ।

 

পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবিতে মাধ্যমিক শিক্ষকদের কর্মসূচি

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।