পূর্ববিরোধের জেরে ছাত্রলীগকর্মীর হাতে আরেক কর্মী খুন - দৈনিকশিক্ষা

পূর্ববিরোধের জেরে ছাত্রলীগকর্মীর হাতে আরেক কর্মী খুন

সিলেট প্রতিনিধি |

পূর্ববিরোধের জেরে সিলেট নগরের টিলাগড় এলাকায় অভিষেক দে দ্বীপ (১৮) নামে ছাত্রলীগের এক কর্মীকে হত্যা করার অভিযোগ উঠেছে আরেক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সমুদ্র রায় সৈকত (২০) নামের ওই ছাত্রলীগকর্মীকে আহত অবস্থায় আটক করেছে পুলিশ।

নিহত দ্বীপ গ্রিনহিল এস্টেট কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ও সাদিপুর এলাকার বাসিন্দা দিপক দের একমাত্র ছেলে।

জানা যায়, সমুদ্র রায় সৈকতের নেতৃত্বেই হামলার ঘটনা ঘটে। তাঁকে পুলিশ পাহারায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দ্বীপ ও সৈকত দুজনই সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রণজিত সরকারের অনুসারী ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় টিলাগড় এলাকায় সরস্বতী পূজার বিরোধ নিয়ে সৈকত ও দ্বীপ তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সাবেক ছাত্রনেতা সঞ্জয় চৌধুরী দুজনকে ডেকে নিয়ে বিষয়টি মীমাংসা করে দেন। রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ টিলাগড় পয়েন্টসংলগ্ন এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আশপাশের লোকজন কিছু বুঝে ওঠার আগেই দেশিয় অস্ত্র ও ছুরিকাঘাতে সৈকত, দ্বীপ ও সৌরভ রক্তাক্ত জখম হন। তাঁদের আর্তচিৎকারে লোকজন এগিয়ে আসে। ছুরিকাঘাতে ছাত্রলীগের কর্মী দ্বীপের ঘাড়ের বাঁ পাশ রক্তাক্ত জখম হয়। এ সময় প্রচুর রক্তক্ষরণ হলে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। সহপাঠীরা তাঁকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরেক আহত শুভ কর সৌরভকেও ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সৌরভ ও সৈকতের বাসা নগরের গোপালটিলা এলাকায়।

জানা গেছে, কয়েক দিন আগে সরস্বতীপূজার সময় স্থানীয় গোপালটিলায় একই সংঘের সঙ্গে পূজা উদযাপন করেন দ্বীপ ও সৈকত। কিন্তু পূজার পরে আয়-ব্যয়ের হিসাব নিয়ে সৃষ্টি হয় দ্বন্দ্ব। পরে আয়-ব্যয়ের হিসাব থেকে সৃষ্ট এ দ্বন্দ্ব গড়ায় সিনিয়র-জুনিয়রে। কয়েক দিন ধরে তাঁদের মধ্যে বিষয়টি নিয়ে কয়েক দফা ঝামেলা হয়েছে। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে মারামারিতে জড়ায় দুই পক্ষ।

নগরের শাহপরান থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পূজার টাকা নিয়ে বিবাদে দুই পক্ষ একে অপরের ওপর হামলা চালায়। এ সময় অভিষেক দে দ্বীপ নিহত এবং পাল্টা হামলায় সৈকত আহত হন। চিকিৎসাধীন থাকায় এখনই সৈকতকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। ওসি জানান, হত্যার ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0084691047668457