পেছাচ্ছে না সরকারি ১০ ব্যাংকের শুক্রবারের পরীক্ষা - দৈনিকশিক্ষা

পেছাচ্ছে না সরকারি ১০ ব্যাংকের শুক্রবারের পরীক্ষা

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

সরকারি ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার পদের পরীক্ষা পেছাচ্ছে না। আগামী শুক্রবার যথাসময়ে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) সচিবালয়। 

সারাদেশ থেকে এক লাখ ৬৯ হাজার ৮৭৯ জন চাকরিপ্রার্থী এতে অংশ নেওয়ার কথা রয়েছে। বিএনপি ও সমমনা দলগুলোর আহ্বানে চলমান অবরোধের কারণে এত বড় পরীক্ষা হবে কিনা তা নিয়ে অনেকেই দ্বিধায় রয়েছেন বলে জানা গেছে।

সরকারি ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত বিষয় দেখভাল করে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) সচিবালয়।

সিনিয়র অফিসারের ৯২২টি শূন্য পদে নিয়োগের জন্য ২০২১ খ্রিষ্টাব্দে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সে আলোকে এমসিকিউ টেস্টের সময়সূচি ও পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করে গত ৬ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে বিএসসি সচিবালয়।

জানতে চাইলে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের পরিচালক সাইদুর রহমান খান বলেন, শুক্রবার সকালে যথাসময়ে এমসিকিউ টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টা এমসিকিউ টেস্ট পরীক্ষা হবে। ঢাকার ৫৭টি কেন্দ্রে রোল নম্বর ধরে কেন্দ্রের সূচি উল্লেখ করা হয়েছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে আসতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের অন্য একজন কর্মকর্তা বলেন, সরকারি সব ধরনের চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ফলে ব্যাংকের নিয়োগ পরীক্ষা পেছানো বা অন্য কিছু ভাবার সুযোগ নেই। তিনি বলেন, ‘একটি পক্ষ পেছানোর জন্য বললেও আরেকটি পক্ষ চাচ্ছে দ্রুত পরীক্ষা হোক। এমসিকিউ টেস্টে উত্তীর্ণদের নিয়ে লিখিত পরীক্ষা হবে। এরপর মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগের চূড়ান্ত তালিকা হবে।’

ফেব্রুয়ারির মাঝামাঝি এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষা - dainik shiksha ফেব্রুয়ারির মাঝামাঝি এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষা প্রশ্নকর্তা অজ্ঞাতে, প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা কাল - dainik shiksha প্রশ্নকর্তা অজ্ঞাতে, প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা কাল শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে ইসিতে চিঠি - dainik shiksha শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে ইসিতে চিঠি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সাড়ে ১৮ লাখ আবেদন - dainik shiksha শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সাড়ে ১৮ লাখ আবেদন যা আছে শিক্ষামন্ত্রীর হলফনামায় - dainik shiksha যা আছে শিক্ষামন্ত্রীর হলফনামায় নতুন শিক্ষাক্রমের শিক্ষক প্রশিক্ষণ স্থগিত - dainik shiksha নতুন শিক্ষাক্রমের শিক্ষক প্রশিক্ষণ স্থগিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অবৈধ হস্তক্ষেপের সুযোগ নেই - dainik shiksha প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অবৈধ হস্তক্ষেপের সুযোগ নেই please click here to view dainikshiksha website Execution time: 0.010087013244629