পেমেন্টে স্বাচ্ছন্দ্য বাড়িয়েছে বিকাশের ‘অ্যাড মানি’ সার্ভিস - Dainikshiksha

পেমেন্টে স্বাচ্ছন্দ্য বাড়িয়েছে বিকাশের ‘অ্যাড মানি’ সার্ভিস

নিজস্ব প্রতিবেদক |
ঈদকে সামনে রেখে বিকাশ পেমেন্টে কেনাকাটার করার পরিমা বেড়েছে কয়েকগুণ। বিকাশের ক্যাশব্যাক অফারের কারণে ক্রেতারা এখন তাদের বাজেটের ভিতরেও আরও বাড়তি কিছু কেনার সুযোগ পাচ্ছেন। এই কেনাকাটা আরও বেশি স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠেছে বিকাশের অ্যাড মানি সার্ভিসের কল্যাণে। এ বছর চালু হওয়া অ্যাড মানি সার্ভিসে গ্রাহক নিজের প্রয়োজন অনুসারে ব্যাংক একাউন্ট থেকে যে কোনো সময় বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারছেন। কেবল ব্যাংক একাউন্ট নয়, লোকাল ব্যাংক থেকে ইস্যুকৃত যে কোনো ধরনের মাস্টার কার্ড থেকে তাৎক্ষণিক বিকাশ একাউন্টে টাকা পাঠানোর সুবিধাও যুক্ত হয়েছে অ্যাড মানি সেবায়। ফলে এখন এজেন্ট পয়েন্টে গিয়ে ক্যাশ ইন না করে দিনরাত ২৪ ঘন্টা যে কোনো স্থান থেকেই ব্যাংকের অনলাইন থেকে অথবা বিকাশ অ্যাপে মাস্টার কার্ড থেকে প্রয়োজনীয় অর্থ বিকাশে পাঠানো যাচ্ছে।
 
উল্লেখ্য বর্তমানে, ব্র্যাক ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্যাংক এশিয়া, মিডল্যান্ড ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অনলাইন থেকে গ্রাহক নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে সহজেই বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারছেন। আর গ্রহকরা এ সুবিধা পাচ্ছেন কোনো বাড়তি খরচ ছাড়াই। 
 
এছাড়া যে কোনো ধরনের মাস্টার কার্ড থেকে বিকাশ অ্যাপেই নিজের অথবা অন্য যে কারো একাউন্টে তাৎক্ষণিক টাকা ট্রান্সফার সুবিধা মিলছে। এক্ষেত্রে বাড়তি কোনো চার্জ লাগছে না।  
 
কর্মজীবী নারী রওশন আরা হোসেন ঈদ উপলক্ষে পরিবার ও প্রিয়জনের বাইরে আরও অনেকের জন্যই কেনাকাটা করেন। ঘর সাজানোর জিনিসপত্রও থাকে এই তালিকায়। আর কেনাকাটা যেহেতু বেশি তাই কোথায় কী অফার চলছে তা দেখে বুঝেই কেনাকাটা করেন। এবার বিকাশের ক্যাশব্যাক অফারে তিনি প্রচুর কেনাকাটা করেছেন। তিনি বলেন, আগে এজেন্ট থেকে ক্যাশইন করে মার্কেটে গিয়ে পেমেন্ট করতাম। কিন্তু এবার আমার মাস্টার কার্ড থেকে বিকাশে টাকা অ্যাড মানি করে কেনাকাটা করেছি। যতটুকু প্রয়োজন ঠিক তত টাকা বিকাশ একাউন্টে নিয়ে নির্বিঘ্নে কেনাকাটা করেছি।
 
শরিফুল ইসলামের জন্য আবার অ্যাড মানি অন্যভাবে সুবিধা নিয়ে এসেছে। তিনি মাসের শুরুতে তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ভাইবোন এবং মাকে বিকাশে টাকা পাঠান। অ্যাড মানি চালু হওয়ার পর থেকে সরাসরি ব্যাংক একাউন্ট থেকেই টাকা পাঠাচ্ছেন তিনি। 
 
বিকাশ সূত্রে জানা যায়, চালু হওয়ার পর থেকেই এই সেবায় গ্রাহকরা ভালো সাড়া দিচ্ছেন। তাদের হিসাব মতে মাসে প্রায় ২ লাখ অ্যাড মানি ট্রানজেকশন হচ্ছে। ঈদ উপলক্ষে এই সেবার ব্যবহার আরও কয়েকগুণ বেড়েছে বলে জানায় বিকাশ। 
 
বিকাশের হেড অব কর্পোরেট কমিউনিকেশন্স শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, টাকা পাঠানোই কেবল নয় ৭০ হাজারের বেশি মার্চেন্ট পয়েন্টে পেমেন্ট, রেস্টুরেন্ট এ পেমেন্ট, অনলাইন কেনাকাটায় পেমেন্ট, বিভিন্ন ধরনের ইউটিলিটি বিল, শিক্ষা প্রতিষ্ঠানের ফি পরিশোধ, রাইড শেয়ারিং সেবা, বাস ট্রেনের টিকেটের দাম পরিশোধসহ নানা স্থানে বিকাশ পেমেন্ট হচ্ছে। ফলে গ্রাহকের বিকাশ একাউন্টে আরও বেশি টাকা প্রয়োজন হয়। অ্যাড মানি সেবায় বিকাশে টাকা পাঠানো এখন কয়েকটি ক্লিকের ব্যাপার মাত্র। যা সার্বিক সেবা আরও স্বাচ্ছন্দ্যময় করেছে। আর সবচেয়ে বড় সুবিধা হল গ্রাহক তার প্রয়োজনমতো যে কোনো সময় যে কোনো স্থান থেকে মুহূর্তেই অ্যাড মানি করতে পারছেন। ফলে যখনই প্রয়োজন তখনই নিজের টাকা ব্যবহারে আরও বেশি সক্ষমতা পেয়েছে গ্রাহক। 
দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা - dainik shiksha চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? - dainik shiksha স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার - dainik shiksha কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর - dainik shiksha বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী - dainik shiksha দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0029349327087402