পেলে ঢাকায় আসতে পারেন | খেলাধুলা নিউজ

পেলে ঢাকায় আসতে পারেন

ঢাকায় আসতে পারেন ফুটবলের কালো মানিক ব্রাজিলের পেলে। চলো খেলি ফাউন্ডেশন নামে একটি সংগঠনের উদ্যোগে পেলেকে বাংলাদেশে আনার কথা জানা গেছে। এই সংগঠনের মুখপাত্র ড. আশরাফুল ইসলাম সজিব জানিয়েছেন, তারা বৃহস্পতিবার পেলের এজেন্টের সঙ্গে একটি চুক্তি করেছেন।

ঢাকায় আসতে পারেন ফুটবলের কালো মানিক ব্রাজিলের পেলে। চলো খেলি ফাউন্ডেশন নামে একটি সংগঠনের উদ্যোগে পেলেকে বাংলাদেশে আনার কথা জানা গেছে। এই সংগঠনের মুখপাত্র ড. আশরাফুল ইসলাম সজিব জানিয়েছেন, তারা বৃহস্পতিবার পেলের এজেন্টের সঙ্গে একটি চুক্তি করেছেন।

জানা যায়, আগামী অক্টোবরে দুই দিনের জন্য পেলে বাংলাদেশে আসবেন। পেলেকে আনার উদ্যোক্তাদের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে পরিকল্পনা সাজানো হচ্ছে।

পেলে আসলে তাকে নিয়ে নানা আয়োজন করা হবে। শোনা যাচ্ছে, স্বাধীনবাংলা ফুটবল দলকে সংবর্ধনা দেয়া হবে পেলের সামনে।

পেলের অনুষ্ঠানে দেশের নামীদামী ক্রীড়াবিদরা উপস্থিত থাকবেন। বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন। একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হবে। যেখানে তারকা ক্রিকেটারদেরও দেখা যেতে পারে।

পেলের ঢাকায় আসার বিষয়টি নিয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।