প্রতিপক্ষের হামলায় অধ্যক্ষ নিহত - দৈনিকশিক্ষা

প্রতিপক্ষের হামলায় অধ্যক্ষ নিহত

মাগুরা প্রতিনিধি |

প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে সোমবার বিকালে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আবদুর রউফ (৪০) নামে এক মাদরাসা অধ্যক্ষ। নিহতের পরিবার হামলার জন্য মহম্মদপুরের বালিদিয়া ইউনিয়নের চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগ নেতা পান্নু মিয়াকে দায়ী করছেন।

নিহত আব্দুর রউফ মহম্মদপুর উপজেলার হাজী মোসলেম উদ্দিন টেকনিক্যাল স্কুল এ্যান্ড বি. এম. কলেজের পরিচালনা কমিটির সভাপতি এবং মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া সম্মিলনী ইসলামী আলীম মাদরাসার অধ্যক্ষ। 

গত বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষ গ্রুপ তাকে পিটেয়ে আহত করে। পরে তাকে মাগুরার ২৫০ শয্যার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বিকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতের ছোট ভাই আবদুল ওয়াহাব মিলনের অভিযোগ, সম্প্রতি মহম্মদপুর উপজেলার হাজী মোসলেম উদ্দীন টেকনিক্যাল স্কুল এ্যান্ড বি. এম. কলেজের গাছ জোরপূর্বক কেটে নেন মহম্মদপুরের বালিদিয়া ইউনিয়নের চেয়ারম্যান পান্নু মিয়া। এ ঘটনায় ওই কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে কলেজের পক্ষ থেকে আবদুর রউফ আদালতে চেয়ারম্যান পান্নু মিয়ার নামে মামলা করেন। এতে চেয়ারম্যান পান্নু মিয়া ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার রাতে মহম্মদপুরের বড়রিয়া এলাকায় আবদুর রউফের ওপর দলবল নিয়ে হামলা চালান। এ সময় তিনি গুরুতর আহত হলে তাকে মাগুরার ২৫০ শয্যার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে অভিযুক্ত বালিদিয়া ইউপি চেয়ারম্যান পান্নু মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে হামলার সাথে তার জড়িত থাকা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন,‘আমি ওই দিন ঘটনার সময় মহম্মদপুর উপজেলা নির্বাচনে এলাকায় নির্বাচনী কাজে ব্যস্ত ছিলাম। অযথা এ ঘটনায় আমাকে জড়ানো হচ্ছে। এটি একটি চক্রান্ত’।

মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে’।

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0083129405975342