প্রতিমন্ত্রীর সঙ্গে শিক্ষক নেতাদের নিষ্ফল বৈঠক | সমিতি সংবাদ নিউজ

প্রতিমন্ত্রীর সঙ্গে শিক্ষক নেতাদের নিষ্ফল বৈঠক

জাতীয়করণের এক দফা দাবিতে আন্দোলনরত বেসরকারি মাধ্যমিক শিক্ষকরা শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইনের সঙ্গেও তারা গতকাল সোমবার সাক্ষাৎ করেছেন। কিন্তু কোন সুফল পাননি। আর তাই এই সাক্ষাতে তেঁতে গেছেন শিক্ষক নেতারা। আজ মঙ্গলবার সকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার..

জাতীয়করণের এক দফা দাবিতে আন্দোলনরত বেসরকারি মাধ্যমিক শিক্ষকরা শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইনের সঙ্গেও তারা গতকাল সোমবার সাক্ষাৎ করেছেন। কিন্তু কোন সুফল পাননি। আর তাই এই সাক্ষাতে তেঁতে গেছেন শিক্ষক নেতারা। আজ মঙ্গলবার সকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। শিক্ষামন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিকশিক্ষাকে এ তথ্য জানিয়েছেন।

বেসরকারি শিক্ষা জাতীয়করণের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী গত ১০ জানুয়ারি থেকে আন্দোলনে নামেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ১৫ জানুয়ারি থেকে প্রেস ক্লাবের সামনের রাস্তার পাশে পাটি বিছিয়ে গায়ে কম্বল জড়িয়ে শুয়ে বসে আমরণ অনশন পালন করে যাচ্ছেন তারা। এসব শিক্ষকদের ছয়টি সংগঠন জোট ‘বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরাম’ এর ব্যানারে এ আন্দোলনের পরিচালিত হচ্ছে।

আন্দোলনকারী শিক্ষকরা বলেন, শিক্ষা ব্যবস্থায় বৈষম্যদূরীকরণে এমপিওভুক্ত স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা জাতীয়করণের দাবিতে আন্দোলনে নেমেছেন। সারা দেশের প্রায় পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী এ আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন। তারা বলেন, দেশের ৯৭ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারিভাবে পরিচালিত হচ্ছে। তারা সেসব প্রতিষ্ঠান চালালেও নামে মাত্র বেতন-ভাতা পাচ্ছেন। তা দিয়েই মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। অথচ ৩ শতাংশ সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উচ্চমানের বেতন-ভাতা পাচ্ছেন। এ কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে। এ দাবিতে আমরা রাজপথে নেমেছি।