প্রদর্শকের সনদে শিক্ষক পদে নিয়োগ সুপারিশ (ভিডিও) | স্কুল নিউজ

প্রদর্শকের সনদে শিক্ষক পদে নিয়োগ সুপারিশ (ভিডিও)

কলেজের জীববিজ্ঞান বিষয়ের প্রদর্শক পদের শিক্ষক নিবন্ধন সনদধারী প্রার্থীদের অনেকে বিভিন্ন স্কুলে জীববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক নিয়োগ সুপারিশ পেয়েছেন বলে অভিযোগ তুলেছেন। তারা প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স-মাস্টার্স করে জীববিজ্ঞান বিষয়ে নিবন্ধিত হয়েছিলেন। এ প্রার্থীদের দাবি, যেকোনো পদে সুপারিশ পেতে সম্মতি

কলেজের জীববিজ্ঞান বিষয়ের প্রদর্শক পদের শিক্ষক নিবন্ধন সনদধারী প্রার্থীদের অনেকে বিভিন্ন স্কুলে জীববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক নিয়োগ সুপারিশ পেয়েছেন বলে অভিযোগ তুলেছেন। তারা প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স-মাস্টার্স করে জীববিজ্ঞান বিষয়ে নিবন্ধিত হয়েছিলেন।

এ প্রার্থীদের দাবি, যেকোনো পদে সুপারিশ পেতে সম্মতি জানিয়ে শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন। কিন্তু সুপারিশ পেয়েছেন স্কুলের সহকারী শিক্ষক পদে। তাই তারা এমপিওভুক্ত হতে পারবেন না। এ পরিস্থিতিতে তারা চতুর্থ গণবিজ্ঞপ্তি ফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন। 

মঙ্গলবার দুপুরে এনটিআরসিএ কার্যালয়ের সামনে দৈনিক শিক্ষাডটকমের কাছে এসব অভিযোগ তুলে ধরেন প্রদর্শক সনদ নিয়ে শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা। 

যদিও প্রার্থীদের এ অভিযোগ অবাক করেছে এনটিআরসিএর কর্মকর্তাদের। তারা জানিয়েছেন, তারা টেলিটকের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়গুলো নিয়ে বসবেন। নিয়োগ সুপারিশে কিছু ভুল হলে সেগুলো শনাক্ত করা হবে।   

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল   SUBSCRIBE করতে ক্লিক করুন।