প্রধানমন্ত্রীর উপহারের সাইকেল পেল ৩৭ ছাত্রী | স্কুল নিউজ

প্রধানমন্ত্রীর উপহারের সাইকেল পেল ৩৭ ছাত্রী

গাজীপুরের শ্রীপুরে ৩৭ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এসব বাইসাইকেল হস্তান্তর করা হয় শিক্ষার্থীদের মাঝে। ১৭ জন সাধারণ শিক্ষার্থী ও ২০ জন নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী উপস্থিত থেকে সরকারের পক্ষ থেকে পাওয়া উপহার গ্রহণ করেন। এ সব শিক্ষার্থীরা স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ে শ

গাজীপুরের শ্রীপুরে ৩৭ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এসব বাইসাইকেল হস্তান্তর করা হয় শিক্ষার্থীদের মাঝে। ১৭ জন সাধারণ শিক্ষার্থী ও ২০ জন নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী উপস্থিত থেকে সরকারের পক্ষ থেকে পাওয়া উপহার গ্রহণ করেন। এ সব শিক্ষার্থীরা স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থী। 

প্রধানমন্ত্রীর উপহারের সাইকেল পেল ৩৭ ছাত্রী
ছবি : শ্রীপুর প্রতিনিধি

জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় ও এডিপি প্রকল্পের অর্থায়নে ৩৭ জন শিক্ষার্থীকে এসব বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মুস্তারী।

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’

তিনি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, নিভৃত গ্রামের নারী শিক্ষার্থীরা পরিবহন সংকটের কারণে অনেক সময় সময়মত স্কুলে আসতে পারে না। এতে তাদের লেখাপড়ায় বিঘ্ন ঘটে। এক সময় আগ্রহ হারায় স্কুলে যেতে। সরকার নারী শিক্ষাকে আরও গতিশীল করতে এমন মহৎ উদ্যাগ গ্রহণ করেছেন। সাইকেলে চড়ে চলাফেরা করার কারণে সামাজিকতার ভিন্ন দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে তাদের একটা আলাদা সাহসী উদ্যম তৈরি হবে বলে তিনি আশা করেন। 

সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট  শামসুল আলম প্রধান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মাহতাব উদ্দীন,মহিলা ভাইস চেয়ারম্যান লুতফর নাহার মেজবাহ,শিক্ষা কর্মকর্তা নুরুল আমিনসহ অনেকে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন