প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি প্রেরণের ১ম দিন অতিবাহিত - দৈনিকশিক্ষা

প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি প্রেরণের ১ম দিন অতিবাহিত

নিজস্ব প্রতিবেদক |

তিন দফা দাবিতে সারাদেশের প্রাথমিক সহকারি শিক্ষকদের ২৩ মার্চ বৃহস্পতিবার থেকে ৩০ মার্চ পর্যন্ত সপ্তাহব্যাপি প্রধানমন্ত্রী বরাবর পোস্টকার্ডের মাধ্যমে খোলা চিঠি প্রেরণ কর্মসূচি শুরু প্রথম দিন আজ শেষ হয়েছে।

পূর্ব ঘোষিত এ কর্মসূচি পালন করছে বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ (শাহিনুর আল আমীন-হালিমুজ্জামান), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি সিক্ষক সমিতি (সামসুদ্দিন-সাবেরা), বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ (আনিচ-রবিউল), বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক ফ্রন্ট (খালেদা-মোজাম্মেল), বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক ফোরাম (হক)-এর নেতৃত্বে বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক মহাজোট।

প্রধান শিক্ষকদের বেতন স্কেলের পরের ধাপেই সহকারি শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ, সহকারি শিক্ষক পদকে এন্ট্রিপদ ধরে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে শতভাগ পদোন্নতি প্রদান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে নন-ভ্যাকেশনাল ডিপার্টমেন্টের কর্মচারির সমমর্যাদা ও সুযোগ প্রদানের এই তিন দফা দাবিতে সারাদেশের প্রাথমিক সহকারি শিক্ষকরা প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি প্রেরণ কর্মসূচি পালন করছে।

বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল আমীন ও অর্থ সম্পাদক এখলাচুর রহমান-এর নেতৃত্বে কেরাণীগঞ্জ পোস্ট অফিসে খোলা চিঠি পোস্ট করা হয়।

এছাড়া মো. শামসুদ্দিন মাসুদের নেতৃত্বে নোয়াখালী, ইউ এস খালেদা আক্তারের নেতৃত্বে সাভার, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক মো. হালিমুজ্জামান-এর নেতৃত্বে কুষ্টিয়ায়, আবে কাউছার জাহান মিটুর নেতৃত্বে ঢাকা জিপিও, মো. সাইফুল ইসলাম, মো. নুরুল ইসলাম ও মো. আতাউর রহমানের নেতৃত্বে কুড়িগ্রাম, আজিজুর রহমান মিল্টনের নেতৃত্বে রংপুর, আমিনুল হক বাবু ও মাইদুল হক বসুনিয়া তূর্য্যর নেতৃত্বে নীলফামারী, মো. হারুন-অর-রশীদের নেতৃত্বে খুলনা, জিএম তাওহীদের নেতৃত্বে চট্টগ্রাম, হাবিবুর রহমান ও প্রভু রঞ্জন চাকমার নেতৃত্বে খাগড়াছড়ি ও রাঙামাটি, মো. মিজানুর রহমান চৌধুরী ও বাবুল আক্তারের নেতৃত্বে শরীয়তপুর, মহিতোষ বিশ্বাস ও মো. মিল্টন শেখের নেতৃত্বে নড়াইল, মো. সাদেক হোসেন মুকুল ও মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে লালমনিরহাট;

মো. ইলিয়াস হোসেন,  মো. আনিসুর রহমান ও মো. মোকাম্মেল হোসেনের নেতৃত্বে ঢাকা মহানগর, মো. মাহাবুব হাসান রাজুর নেতৃত্বে পঞ্চগড়, মো. সোলাইমান কবিরের নেতৃত্বে জামালপুর, মো. মতিউর রহমান চন্টু, মো: হারুন অর রশিদ ও নেওয়াজ মাহামুদের নেতৃত্বে কিশোরগঞ্জ, মো. মনসুর আলম টিপুর নেতৃত্বে মুন্সীগঞ্জ, আবুল কালাম আজাদের নেতৃত্বে ফরিদপুর, হারুন-অর-রশীদের নেতৃত্বে টাঙ্গাইল, মোক্তার হোসেন ও সানোয়ার হোসেনের নেতৃত্বে সিরাজগঞ্জ, মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে গাজীপুর, মো. মিজানুর রহমান ও মো. আ. মান্নানের নেতৃত্বে রাজশাহী, মো. পারভেজ ও মো. আনিসুর রহমানের নেতৃত্বে বরিশাল, তুহিনুজ্জামান ও শহিদুল ইসলামের নেতৃত্বে ঝিনাইদহ, আক্তারুজ্জামান বকুলের নেতৃত্বে মেহেরপুরসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রাথমিক সহকারী শিক্ষকরা খোলা চিঠি প্রেরণ করেন।

প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি প্রেরণের পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষক নেতা শাহিনুর আল-আমীন দেশের সকল সহকারি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যে সমস্ত জেলা-উপজেলা খোলা চিঠি প্রেরণ কর্মসূচি এখনও বাকি রয়েছে তাদেরকে ৩০ মার্চের মধ্যে প্রেরণ করতে আহ্বান জানান।

তিনি বলেন, আমাদের ন্যায্য যৌক্তিক দাবির প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদয় দৃষ্টি দিবেন, এই প্রত্যাশায় দেশের প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষক তাঁর দিকে চেয়ে আছে। নিশ্চয়ই তিনি শিক্ষকদের এই প্রাণের দাবি বাস্তবায়নে সদয় হবেন।

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0032980442047119