প্রধান অতিথি না করায় বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট বন্ধ করলেন চেয়ারম্যান - দৈনিকশিক্ষা

প্রধান অতিথি না করায় বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট বন্ধ করলেন চেয়ারম্যান

লালমনিরহাট প্রতিনিধি |

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট পণ্ড হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি লালমনিরহাটের হাতীবান্ধায় প্রধান অতিথি না করায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্য়ানের বিরুদ্ধে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা বন্ধের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলিমুদ্দিন সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। অভিযুক্ত চেয়ারম্যানের নাম সেলিম হোসেন। তিনি উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃহস্পতিবার আলিমুদ্দিন কলেজ মাঠে টুর্নামেন্টের টংভাঙ্গা ইউনিয়নের ফাইনাল খেলার আয়োজন করা হয়। বিকেলে বালকদের খেলা চলা অবস্থায় মাঠে আসেন চেয়ারম্যান সেলিম। এ সময় ব্যানারে প্রধান অতিথি হিসেবে তাঁর নাম না থাকায় তিনি টুর্নামেন্টের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গালাগাল করেন। অবশ্য ওই ব্যানারে সভাপতি হিসেবে সেলিমের নাম ছিল। এরপরও বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে চেয়ারম্য়ান খেলা বন্ধ করে দেন। বাধ্য হয়ে খেলা অসম্পূর্ণ রেখে মাঠ ছেড়ে চলে যান সবাই। বারো দুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরনবী ইসলাম বলেন, ‘খেলা চলার সময় সেলিম চেয়ারম্যান মাঠে ঢুকে অকথ্য় ভাষায় সকলকে গালিগালাজ করেন ও খেলা বন্ধ করে দেন।’ অভিযোগের বিষয়ে কথা বলতে চেয়ারম্যান সেলিম হোসেনের মোবাইল ফোনে কল করা হলে তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।

হাতীবান্ধা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন বলেন, ‘টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান সেলিম হোসেন মাঠে প্রবেশ করে অকথ্য় ভাষায় গালিগালাজ করে বলেন, আমাকে প্রধান অতিথি না করে সভাপতি করা হয়েছে কেন? এ কথা বলেই খেলা বন্ধ করে দেন। তাই খেলাটি অসম্পূর্ণ অবস্থায় শেষ হয়। বিষয়টি ইউএনও স্যারকে জানানো হয়েছে।’

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন বলেন, ‘আমি বিষয়টি শুনেছি রাতে।

ঘটনাটি বিকেলে ঘটেছে। তাৎক্ষণিক জানালে ব্যবস্থা নিতাম। প্রধান অতিথির জন্য এটা উনি কখনো করতে পারেন না। যে খেলাটি স্থগিত করা হয়েছে, পরে সিদ্ধান্ত মোতাবেক তা আবারও হবে।’

স্কুল-কলেজ শিক্ষকদের সেপ্টেম্বর মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের সেপ্টেম্বর মাসের এমপিওর চেক ছাড় শিশুর সুশিক্ষা নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছি : প্রধানমন্ত্রী - dainik shiksha শিশুর সুশিক্ষা নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছি : প্রধানমন্ত্রী পিতৃত্বকালীন ছুটি চালু করলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় - dainik shiksha পিতৃত্বকালীন ছুটি চালু করলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় মেঘনার মোহনায় শিক্ষা বঞ্চনা - dainik shiksha মেঘনার মোহনায় শিক্ষা বঞ্চনা ইংরেজি মাধ্যমে শিক্ষা ব্যয় আধিক্যের যৌক্তিকতা - dainik shiksha ইংরেজি মাধ্যমে শিক্ষা ব্যয় আধিক্যের যৌক্তিকতা এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময় বৃদ্ধি - dainik shiksha এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময় বৃদ্ধি please click here to view dainikshiksha website Execution time: 0.0055530071258545