প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গ্রেফতার - দৈনিকশিক্ষা

প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গ্রেফতার

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক:  রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ডংনালা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ২ নম্বর রাইখালী ইউনিয়নের ইউপি সদস্য উচ্হ্লা মারমা কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন স্কুলের প্রধান শিক্ষক মিথুন কান্তি সাহা। গতকাল বৃহস্পতিবার রাতে চন্দ্রঘোনা থানায় প্রধান শিক্ষকের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিয়মিত মামলা দায়ের করে অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেফতার করে পুলিশ। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছারুল করিম বিষয়টি নিশ্চিত করেন।

গত বৃহস্পতিবার বেলা ১১টা ১৫ মিনিটে প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে বলে জানান প্রধান শিক্ষক মিথুন কান্তি সাহা। তিনি মোবাইল ফোনে বৃহস্পতিবার রাতে এই প্রতিবেদককে বলেন, ‘ডংনালা উচ্চবিদ্যালয়ের নারী পরিচ্ছন্নতাকর্মী মাচিংউ মারমার স্কুলে চাকরি এমপিওভুক্ত হওয়ায় প্রথম বেতনের টাকা পেয়ে গত বৃহস্পতিবার শিক্ষকদের জন্য বিদ্যালয়ের একটি কক্ষে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। সেখানে দু-তিনজন গণ্যমান্য ব্যক্তিকেও পরিচ্ছন্নতা কর্মী মাচিংউ মারমা দাওয়াত করেন।’ 

প্রধান শিক্ষক আরও বলেন, ‘বেলা ১১টায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি উচাহ্লা মারমা আমার কক্ষে প্রবেশ করে জানতে চান এখানে পিকনিক হচ্ছে কেন এবং সভাপতিকে দাওয়াত করা হয় নাই কেন। এ সময় বলি, স্কুলের চতুর্থ শ্রেণির এক কর্মচারী এমপিওভুক্ত হওয়ায় দুপুরে খাবারের আয়োজন করেন। তিনি কাকে দাওয়াত দিয়েছেন সে বিষয়ে আমার জানা নাই। এ কথা শোনার সঙ্গে সঙ্গে সভাপতি আমাকে থাপ্পড় মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং নানাভাবে হুমকি দেন। এ সময় স্কুলের সহকারী প্রধান শিক্ষক রাজেস ভট্টাচার্য প্রতিবাদ করলে তাঁকেও শাসান তিনি। নিরাপত্তাহীনতায় ভোগায় বৃহস্পতিবার রাত ৯টায় চন্দ্রঘোনা থানায় সভাপতির বিরুদ্ধে অভিযোগ করি।’

এদিকে শনিবার রাত ৮টায় মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ইউপি সদস্য উচালা মারমা সাংবাদিক পরিচয় পাওয়ার পর কথা বলবেন বলে কল কেটে দেন। 

চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম বলেন, বৃহস্পতিবার রাত ৯টায় স্কুলের প্রধান শিক্ষক থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে নিয়মিত মামলা দায়ের করা হয়। পুলিশ অভিযুক্ত ইউপি সদস্য উচাহ্লা মারমাকে বৃহস্পতিবার রাত ১০টায় ডংনালা এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আজ শুক্রবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

তাপপ্রবাহে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা - dainik shiksha তাপপ্রবাহে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা জাল সনদেই সরকারকে হাইকোর্ট, নয় শিক্ষক অবশেষে ধরা - dainik shiksha জাল সনদেই সরকারকে হাইকোর্ট, নয় শিক্ষক অবশেষে ধরা মা*রা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি - dainik shiksha মা*রা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন মোখবার - dainik shiksha ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন মোখবার এমপিওভুক্ত হচ্ছেন ৩ হাজার শিক্ষক - dainik shiksha এমপিওভুক্ত হচ্ছেন ৩ হাজার শিক্ষক কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0051009654998779