প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ - দৈনিকশিক্ষা

প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি |

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার কলন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্র্রধান শিক্ষক গোলাম সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের ২০২০-২১ এবং ২০২১-২২ সালের বিভিন্ন বরাদ্দের টাকা আত্মসাৎ, অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণ এবং শ্রেণিকক্ষে পাঠদান না নেওয়াসহ একাধিক লিখিতভাবে অভিযোগ রয়েছে। 

সরজমিনে গিয়ে দেখা যায়, উক্ত বিদ্যালয় কমিটির সভাপতি, সহকারী শিক্ষকসহ অভিভাবকদের জেরার মুখে প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন। চার বছরেও তিনি কোন শ্রেণিকক্ষে পাঠদান করেননি। বিদ্যালয়ের বরাদ্দকৃত সব টাকা আত্মসাৎ করেছেন। নতুন ফ্যান বাড়ি নিয়ে পুরাতন ফ্যান জমা দেওয়া, স্বাধীনতা ও বিজয় দিবসে ছাত্র-ছাত্রীদের খেলাধুলার উপহার না দেওয়া এবং অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণ। এই প্রধান শিক্ষকের অনিয়মের কারণে অতিষ্ঠ বিদ্যালয়ের সব শিক্ষক।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেকাব উদ্দিন জানিয়েছেন, আমাদের এই প্রধান শিক্ষকের কারণে আমরা কলঙ্কিত। তার বিরুদ্ধে লিখিতভাবে বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে। তিনি বিদ্যালয়ে আসেন আর চলে যান, ক্লাস নেন না। আমরা চাই তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

একজন অভিভাবক জহুরুল ইসলাম  বলেন, আমার ছেলে এই স্কুলে পড়ে। ছেলে-মেয়েদের জন্য অনেক সরকারি বরাদ্দ আসে। আমার ছেলে কোন কিছু পাই না। স্কুল ব্যাগ আসছে, তবে সেই ব্যাগ তার বাড়িতে রেখেছে। প্রধান শিক্ষকের নিকট কোনো কিছু জানতে চাইলে তিনি আমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেন।

৫ম শ্রেণির ছাত্রী আতিকা জানান, স্বাধীনতা দিবসে আমি দৌড় খেলায় প্রথমস্থান অধিকার করি। কিন্তু আমাকে কোনো পুরষ্কার দেওয়া হয়নি। পুরষ্কারের বিষয়ে প্রধান শিক্ষককে বললে তিনি রাগ করেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মর্তুজা মন্ডল জানান, আমার স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনেক অনিয়ম-দুর্নীতি অভিযোগ আছে। আমরা লিখিতভাবে সংশ্লিষ্ট সকল দপ্তরে অভিযোগ দিয়েছি। তিনি স্কুলের সকল বরাদ্দের টাকা আত্মসাৎ করেন। আমার নিকট সই নিয়ে নিজেই টাকা উত্তোলন করে নেয়। আমি উনার বিরুদ্ধে সুষ্ঠু বিচার চাই।

অনিয়ম-দুর্নীতির কথা জানতে চাইলে কলন্দরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সাজ্জাদ হোসেন জানান, আমার বিরুদ্ধে সবাই ষড়যন্ত্র করছে। এগুলো মিথ্যা, তবে আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ হয়েছে এবং তদন্ত চলছে। তদন্ত শেষে আপনারা সব জানতে পারবেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম জানান, কলন্দর্পপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাকিমপুর প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম জানান, কলন্দর্পপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মদুর্নীতির অভিযোগের সঠিক তদন্ত করার জন্য উপজেলা নির্বাহী অফিসার আমাকে বলেছেন। আমরা তদন্ত শুরু করে দিয়েছি। অল্প দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।

ভুইফোঁড় শিক্ষক সমিতি নেতাদের এমপিও বাতিল হতে পারে - dainik shiksha ভুইফোঁড় শিক্ষক সমিতি নেতাদের এমপিও বাতিল হতে পারে শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ - dainik shiksha শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ ঢাকা শিক্ষা বোর্ডের জাপান টিকিট ৩০ লাখ! - dainik shiksha ঢাকা শিক্ষা বোর্ডের জাপান টিকিট ৩০ লাখ! যৌন হয়রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি - dainik shiksha যৌন হয়রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি জাল সনদধারী শিক্ষকের এমপিও বাতিল - dainik shiksha জাল সনদধারী শিক্ষকের এমপিও বাতিল অভিযুক্ত শিক্ষা সাংবাদিকদের পক্ষে জোর তদবির - dainik shiksha অভিযুক্ত শিক্ষা সাংবাদিকদের পক্ষে জোর তদবির কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে যৌ*ন হয়*রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি - dainik shiksha যৌ*ন হয়*রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি - dainik shiksha ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0035929679870605