বগুড়ার নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাহারুল ইসলাম আর নেই (ইন্না........রাজিউন)। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নিজ গ্রামে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
জানা গেছে, বুধবার ৭ এপ্রিল সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে উপজেলার বৈলগ্রাম তিনি নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৬ বছর। সে স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রবীণ শিক্ষকের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করেছেন।