প্রভাষকদের চাকরি স্থায়ীকরণের আবেদন ১০ মার্চের মধ্যে | কলেজ নিউজ

প্রভাষকদের চাকরি স্থায়ীকরণের আবেদন ১০ মার্চের মধ্যে

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত সরকারি কলেজের প্রভাষকদের চাকরি স্থায়ীকরণের আবেদন চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী ১০ মার্চের মধ্যে তাদের আবেদন প্রয়োজনীয় কাগজপত্রসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) অধিদপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করে সব

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত সরকারি কলেজের প্রভাষকদের চাকরি স্থায়ীকরণের আবেদন চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী ১০ মার্চের মধ্যে তাদের আবেদন প্রয়োজনীয় কাগজপত্রসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) অধিদপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করে সব সরকারি কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।

আদেশে, আগামী ১০ মার্চের মধ্যে প্রভাষক পর্যায়ের কর্মকর্তাদের চাকরি স্থায়ীকরণের আবেদন ডাকযোগে বা সরাসরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ১৩০ নম্বর কক্ষে পাঠাতে বলা হয়েছে। আবেদন পাঠানোর ক্ষেত্রে কর্মকর্তাদের আবেদনে কলেজ-১ শাখার উপপরিচালকের দৃষ্টি আকর্ষণ করতে বলা হয়েছে।

চাকরি স্থায়ীকরণের আবেদনের সাথে প্রভাষকদের প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে বলা হয়েছে। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়ণপত্র, নিয়োগের প্রজ্ঞাপনের সত্যায়িত কপি, প্রথম পদায়নের সত্যায়িত কপি, প্রথম যোগদানের সত্যায়িত কপি অধিদপ্তরে পাঠাতে হবে। এছাড়া বিভাগীয় পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্রের সত্যায়িত কপি, পাসের গেজেটের সত্যায়িত কপি, বুনিয়াদী প্রশিক্ষণ সমাপনী সনদের সত্যায়িত কপি বিভাগীয় মামলা নেই মর্মে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র ও হালনাগাদ পিডিএসসহ  নিজ ক্যাডারের আইডি নম্বর উল্লেখ করে চাকরি স্থায়ীকরণের নির্ধারিত তথ্য ছক পূরণ করে অধিদপ্তরে পাঠাতে হবে। 

যদিও আত্তীকৃত প্রভাষকদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে আদেশে কোন কিছু উল্লেখ করেনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 

দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য চাকরি স্থায়ীকরণের আবেদন আহ্বানের আদেশ ও তথ্য ছকটি তুলে ধরা হলো। 

প্রভাষকদের চাকরি স্থায়ীকরণের আবেদন ১০ মার্চের মধ্যে

প্রভাষকদের চাকরি স্থায়ীকরণের আবেদন ১০ মার্চের মধ্যে

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।