প্রভাষক-সহকারী অধ্যাপকদের বদলির আবেদনের সুযোগ ৩১ জানুয়ারি পর্যন্ত | কলেজ নিউজ

প্রভাষক-সহকারী অধ্যাপকদের বদলির আবেদনের সুযোগ ৩১ জানুয়ারি পর্যন্ত

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের প্রভাষক ও সহকারী অধ্যাপকদের বদলির আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত অনলাইনে এসব শিক্ষকদের বদলির আবেদন গ্রহণ করার কথা থাকলেও সে সময় ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) অধিদপ্তর থেকে জ

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের প্রভাষক ও সহকারী অধ্যাপকদের বদলির আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত অনলাইনে এসব শিক্ষকদের বদলির আবেদন গ্রহণ করার কথা থাকলেও সে সময় ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

 

গত ১০ জানুয়ারি থেকে এসব কর্মকর্তাদের বদলির আবেদন গ্রহণ অনলাইনে শুরু হয়। যদিও নীতিমালা অনুসারে তাদের বদলির আবেদন ১ থেকে ১৫ জানুয়ারি গ্রহণ করা কথা। তবে, শিক্ষা মন্ত্রণালয়েরর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে ১০ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি বদলির আবেদনগ্রহণের সময় নির্ধারণ করা হয়। যদিও বদলির আবেদন করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। 

সরকারি কলেজের প্রভাষক ও সহকারী অধ্যাপকরা দৈনিক শিক্ষাডটকমকে জানান, বদলির আবেদনের লিংক ওপেন না হওয়া ইন্টারনেটের ধীরগতিসহ নানা জটিলতায় তাদের বদলির আবেদন করতে সমস্যা হচ্ছে। 

এমন পরিস্থিতিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের প্রভাষক ও সহকারী অধ্যাপকদের বদলির আবেদনের সময় বাড়ালো শিক্ষা অধিদপ্তর। 

অধিদপ্তর বলেছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক ও সহকারী অধ্যাপকদের বদলির আবেদনের সময় ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আর ৩ ফেব্রুয়ারি মধ্যে অনলাইনে অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধান তার কলেজের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া আবেদনগুলো অধিদপ্তরে অগ্রায়ন করবেন ও প্রতিষ্ঠানের বিষয়ভিত্তিক সৃষ্ট ও শূন্যপদের তথ্য হালনাগাদ করবেন। 

প্রভাষক-সহকারী অধ্যাপকদের বদলির আবেদনের সুযোগ ৩১ জানুয়ারি পর্যন্ত

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।