প্রভাষক-সহকারী অধ্যাপকদের বদলির আবেদন শুরু ১০ জানুয়ারি | বদলি নিউজ

প্রভাষক-সহকারী অধ্যাপকদের বদলির আবেদন শুরু ১০ জানুয়ারি

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক-সহকারী অধ্যপকদের বদলির আবেদন আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত বদলি-পদায়ন নীতিমালা অনুযায়ী অনলাইনে আবেদন নেয়া হবে। ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত অনলাইন আবেদনের নির্ধারিত সময় থাকলেও অনিবার্য কারণবশতঃ সে সময় পরিবর্তন করা হয়েছে। শি

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক-সহকারী অধ্যপকদের বদলির আবেদন আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত বদলি-পদায়ন নীতিমালা অনুযায়ী অনলাইনে আবেদন নেয়া হবে। ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত অনলাইন আবেদনের নির্ধারিত সময় থাকলেও অনিবার্য কারণবশতঃ সে সময় পরিবর্তন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানা গেছে।

 

মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি নীতিমালা-২০২০ অনুযায়ী প্রভাষক ও সহকারী অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের বদলি পদায়নের অনলাইনে আবেদন আহ্বাসের তারিখ অনিবার্য কারণবশতঃ ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির পরিবর্তে ১০ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হল। 

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা আদেশটি গত ৩১ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়। অধিদপ্তর থেকে আদেশটি সরকারি কলেজগুলোর অধ্যক্ষদের পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 

প্রভাষক-সহকারী অধ্যাপকদের বদলির আবেদন শুরু ১০ জানুয়ারি

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।