প্রাক-প্রাথমিকের ১০ হাজার শিশুর হাতে ওঠেনি নতুন বই - দৈনিকশিক্ষা

প্রাক-প্রাথমিকের ১০ হাজার শিশুর হাতে ওঠেনি নতুন বই

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: |

বছরের প্রথম ও বই উৎসবের দিনে বই হাতে পেয়ে শিক্ষার্থীরা যখন আনন্দে ব্যাকুল ও আত্মহারা তখন নতুন বইয়ের ঘ্রান পায়নি পটুয়াখালীর বাউফলের প্রাক-প্রাথমিকের দশ হাজার শিশু শিক্ষার্থী।

এ বিষয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন,  আমরা নিশ্চয়তা দিচ্ছি প্রাক-প্রাথমিকসহ কোন স্কুল-মাদ্রাসার একটি ছাত্র-ছার্ত্রীও বই ছাড়া থাকবে না। প্রাক-প্রাথমিকের বইগুলো আগামি ১০ দিনের মধ্যে উপজেলায় পৌছঁদিবে বলে নিশ্চয়তা দিয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষ। ইবতেদায়ি ৫ম শ্রেণির বই ইতিমধ্যে উপজেলায় পৌঁছে গেছে। আমরা দ্রুত তা শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর ব্যাবস্থা করছি।

নাম প্রকাশে অনিচ্ছুক পৌর সদর লাগোয়া প্রাথমিক বিদ্যালয়ের কয়েক প্রধান শিক্ষক জানান, বই উৎসবের দিনে উপজেলার প্রাক-প্রাথমিকের দশ হাজার শিশু শিক্ষারর্থীর হাতে ওঠেনি নতুন বই। তবে প্রতিবছরই ‘আমার বাংলা’ নামে

প্রাক-প্রাথমিকের শিশু শিক্ষার্থীর হাতে এ বইটি নির্ধারিত সময়ের পরে পৌঁছে বলেও জানান কেউ কেউ।উপজেলার কোন স্কুলেই বরাবরের মতো এবছরও বইটি সরবরাহ করেনি উপজেলা শিক্ষা অফিস। এতে শিশু শিক্ষার্থীদের নেতিবাচক
প্রভাব পড়তে পারে বলেও অশঙ্কা প্রকাশ করেন কয়েজন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসসুত্রে জানা গেছে, এ বছর প্রাক-প্রাথমিকের ৮ হাজার ৪০০ বইয়ের চাহিদা সরবরাহ করা হলেও বইগুলো এখনো এসে পৌঁছেনি। তবে চাহিদা অনুযায়ী অন্যান্য ক্লাসের ২ লাধ ২ হাজার ৪৪৬বই থেকে বিভিন্ন স্কুলে মোট ১ লাখ ৮৪ হাজার ৭৪০টি বই বিতরণ করা হয়েছে। উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মাইনুল ইসলাম জানান, ২৩৫টি

সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০টি কিন্ডার গার্ডেন, মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অনুমোদন নিয়ে আসা আরো ১০টি প্রাথমিক(মোট-১৫৭টি)বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে।প্রাক-প্রাথমিকের বই
এসে পৌঁছামাত্র তা বিদ্যালয়ে পাঠানো হবে।

এছাড়া উপজেলার মোট ৬২টি হাই স্কুল ও ৬৭ টি মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে পালিত হয় বই উৎসব। মাধ্যমিকের স্কুল পর্যায়ে চাহিদা অনুযায়ী ১ লাখ ৮৩ হাজার ৫০০ বই থেকে ৮০ শতাংশ ও দাখিল পর্যায়ে ৩ লাখ ৪ হাজার ৭৫০০ চাহিদার অনুকুলে পাওয়া ৩ লাখ ৪১ হাজার ৫০০ বই থেকে বিতরণ করা হয় ৪০ শতাংশ। মাধ্যমিকে ৮ম শ্রেণির কৃষি শিক্ষা, দাখিলে ৯ম শ্রেণির কুরআন মাজিদ ও হাদিস শরিফ, ৭ম ও ৮ম শ্রেণির আকাঈদ ও ফিকাহ এই পাঁচ বিষয়ের নতুন বইও পৌঁছেনি শিক্ষার্থীদের হাতে। নতুন বই পৌঁছেনি বাউফলের কয়েক মাদ্রাসার ইবতেদায়ি ৫ম শ্রেণির শিক্ষার্থীদের হাতেও।

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির - dainik shiksha খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা - dainik shiksha শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.00337815284729