সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার ৫৭৭ জন শিক্ষক নিয়োগের ফল চলতি নভেম্বর মাসেই প্রকাশিত হবে। ৪৫ হাজার শিক্ষক নিয়োগের প্রাথমিক সিদ্ধান্ত আসলেও মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় সাড়ে ৩২ হাজার পদেই এ নিয়োগ দেয়া হচ্ছে। চলতি মাসেই এ নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে মন্তব্য করেছেন কর্মকর্তারা।
জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত দৈনিক আমাদের বার্তাকে বলেন, চলতি নভেম্বর মাসেই এ নিয়োগের ফল প্রকাশ করা হবে। আমরা বুয়েটকে সব বুঝিয়ে দিয়েছি। তারাই এ ফল প্রকাশ করবেন। কবে ফল প্রকাশ করা হতে পারে জানতে চাইলে তিনি আরও জানান, চলতি নভেম্বর মাসেই ফল প্রকাশ করা হবে।
জানা গেছে, ২০২০ খ্রিষ্টাব্দে অক্টোবরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে প্রাক-প্রাথমিক পর্যায়ে ২৫ হাজার ৬৩০ জন এবং প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদে ৬ হাজার ৯৪৭ জনকে নিয়োগ দেয়ার কথা ছিলো বলে কর্মকর্তারা জানিয়েছিলেন। তবে চলতি মার্চ মাসে অনুষ্ঠিত এক সভায় ৩২ হাজারের পরিবর্তে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়েছিলো প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায়।
অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় ৩২ হাজার ৫৭৭ পদেই শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে। কবে, ফল প্রকাশ করা হবে তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না।
সারা দেশে ৬৫ হাজার ৫৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষক আছেন প্রায় পৌনে চার লাখ। শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেয়া হলেও চূড়ান্ত ফল একবারেই প্রকাশ করা হবে। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন। এ নিয়োগ পরীক্ষায় আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী। গত অক্টোবরে মৌখিক পরীক্ষা শেষ হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।