প্রাথমিক শিক্ষকদের অনলাইন বদলি কার্যক্রম পিছিয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের উদ্বোধন করার কথা থাকলেও কারিগরি কিছু ত্রুটি থাকায় তা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে এটি শুরু করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম সোমবার এ তথ্য জানান।
তিনি বলেন, আমরা অভ্যন্তরীণভাবে আলোচনা করেছি। যেহেতু সফটওয়্যারটা নতুন, তাই অনেকে ব্যবহার করতে পারবে না। কারণ এখানে টাইম বাউন্ড অ্যাকশন থাকবে। কোনো শিক্ষক যেন বদলি থেকে বঞ্চিত না হন, সে কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।