প্রাথমিক শিক্ষক সমিতির সভা

প্রাথমিক শিক্ষক সমিতির সভা

প্রাথমিক শিক্ষক সমিতির সম্পদ সংরক্ষণে কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন সমিতির সাবেক ও বর্তমান নেতারা। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে রাজধানী গুলিস্থানের একটি হোটেলে প্রাথমিক শিক্ষক সমিতির সম্পদ সংরক্ষণে সাবেক ও বর্তমান নেতাদের সভা অনুষ্ঠিত হয়।

প্রাথমিক শিক্ষক সমিতির সম্পদ সংরক্ষণে কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন সমিতির সাবেক ও বর্তমান নেতারা। এ উপলক্ষে শনিবার সকালে রাজধানী গুলিস্থানের একটি হোটেলে প্রাথমিক শিক্ষক সমিতির সম্পদ সংরক্ষণে সাবেক ও বর্তমান নেতাদের সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান। 

প্রধান অতিথি ছিলেন, সাবেক বিভাগীয় উপ-পরিচালক ঢাকা প্রাথমিক শিক্ষা ও বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের উপদেষ্টা ইন্দু ভুষণ দেব। 

আরো উপস্থিত ছিলেন সাবেক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী আবুল কাশেম ফজলুল হক, মনোয়ারা বেগম, এম.এ ছিদ্দিক মিয়া, নুরুজ্জামান আনসারী, আনোয়ারুল ইসলাম তোতা, মোস্তাফিজুর রহমান শাহীন, আছমা বেগম, গাজীউল হক চৌধুরী, সামছুদ্দিন বাবুল, সাখাওয়াত হোসেন, রেজিয়া সুলতানা তরফদার, গোলাম মোস্তফা, কামরুল ইসলাম বাচ্চু, হুমায়ুন কবীর প্রমুখ।  

সভায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মরহুম অধ্যাপক আবুল কালাম আযাদ ও সাধারণ সম্পাদক কাজী আবুল কাশেম ফজলুল হকের নেতৃত্বের কমিটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। 

বর্তমানে প্রাথমিক শিক্ষক সমিতির অর্জিত সম্পদ মীরপুরের প্রাথমিক শিক্ষক ভবন দীর্ঘ ১ যুগের বেশি সময় স্বার্থন্বেষী মহলের দখলে। ব্যাংকে গচ্ছিত বর্তমানে প্রায় অর্ধ-কোটি টাকা সমিতি বিভাজনের ফলে ব্যাংকে রক্ষিত আছে। প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের শিক্ষকদের অংশগ্রহণ ও সহযোগীতা দৃশ্যমান নহে। এ সম্পদগুলো বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির অর্জন। এ সম্পদ সকল প্রাথমিক শিক্ষকের। এ সম্পদ প্রাথমিক শিক্ষকদের কল্যাণে ব্যবহার করা প্রয়োজন। 

সভায় সিদ্ধান্ত নেয়া হয়, আগামী ১৭ ফেব্রুয়ারি  শনিবার সকাল ১০টায় ঢাকার সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় সাবেক বর্তমান নেতাদের এ সভা হবে।