প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে অনলাইন ক্লাস উদ্বোধন - দৈনিকশিক্ষা

প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে অনলাইন ক্লাস উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি |

লক্ষ্মীপুর জেলার ঐহ্যিবাহী শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে অনলাইন ক্লাস উদ্বোধন ও শিক্ষক-শিক্ষার্থী পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের মত এবারও বেশ জমকালোভাবে কলেজটির অনলাইন ক্লাস উদ্বোধনী অনুষ্ঠান ও শিক্ষক-শিক্ষার্থী পরিচিত সভার আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে ২০২০-২১ শিক্ষাবর্ষের অনলাইন ক্লাস উদ্বোধন করেন প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর কাজী নুরুল ইসলাম ফারুকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ লক্ষ্মীপুর জেলার জাতীয় শিক্ষা সপ্তাহের সনদপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আমিন। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান অধ্যাপক শামসুন্নাহার ফারুকী এবং  ডা. কাজী মো. নুরুল ফেরদৌস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভূইয়া ও সদস্য কাজী ফজলুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর কাজী নুরুল ইসলাম ফারুকী নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নৈতিক চরিত্রও গঠন করতে হবে। আত্মবিশ্বাস নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। পড়াশোনা করেই বড় হতে হবে। বড় হতে হলে পড়াশোনার বিকল্প নেই। আজীবন কলেজ ও শিক্ষার্থীদের পাশে থাকবো। পড়াশুনার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষত হতে হবে। নতুবা কোনো বিদ্যাই জাতীয় জীবনে মঙ্গল বয়ে আনবে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম, আ. মতিন, নুসরাত সুলতানা মাহমুদ, নাসরিন সুলতানা শ্যামলী, হামদে রাব্বী, রাকিব হোসাইন , মু.আসাদুল্লাহ, সালেহউদ্দিন মামুন, জিয়াউল হক, মাহবুবুর রহমান, মাঈনুদ্দীন মাসুম, জিয়া উদ্দিন শিপলু , ফারুক হোসাইন , মু.সাইফ, সাজির উদ্দিন, আবু ইউসুফসহ অনেকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মিজানুর রহমান ভূইয়া বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে অনেকদিন বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। ফলে ছন্দপতন ঘটেছে শিক্ষার্থীদের পাঠদানে। একাডেমিক কার্যক্রম ছাড়াই চলে যাচ্ছে শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময়টুকু। এ সময়ে একাদশ শ্রেণির শুরু থেকেই শিক্ষার্থীদের জন্য একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। আশা করি, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ নূরুল আমিন নবীনদের শুভেচ্ছা জানিয়ে প্রতিষ্ঠানের শৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘কোভিড-১৯ পরিস্থিতির কারণে স্বাভাবিক শ্রেণি কার্যক্রমের পরিবর্তে অনলাইনে শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। শিক্ষার্থীদেরকে নিয়মিত অনলাইন শ্রেণি কার্যক্রমে সংযুক্ত থেকে লেখাপড়া চালিয়ে যেতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরু হলে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদেরকে বরণ করে নেয়া হবে। 

জানা গেছে, ২০১১ খ্রিষ্টাব্দে যাত্রা শুরু হয়েছিল কলেজটির। এরপর সুনামের সাথে দীর্ঘ ৯ বছর ধরে কলেজটি শিক্ষার্থীদের পাঠদান চালিয়ে আসছে।

নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0036499500274658