লক্ষ্মীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়েছে। রোববার (১০ জানুয়ারি) দিবসটি উপলক্ষে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফিন্যান্স প্রভাষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ নুরুল আমিন।
এসময় তিনি বলেন, ১৯৭১ খ্রিষ্টাব্দের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের পর ১৯৭২ খ্রিষ্টাব্দের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু দেশে না ফিরলে স্বাধীনতা পূর্ণতা পেত না। তিনি প্রত্যাবর্তন করেই যুদ্ধ বিধ্বস্ত দেশের হাল ধরেছিলেন এবং দেশকে এগিয়ে নেওয়ার মহাপরিকল্পনা গ্রহণ করেছিলেন।
আনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞানে বিভাগের প্রভাষক আখতার হোসাইন খান, প্রভাষক শেখ মাঈনুদ্দীন, ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক ফারুক হোসাইনসহ অনেকে।