প্রেমিককে ভিডিও কলে রেখে ছাত্রীর আত্মহত্যা: বিচার দাবি পরিবারের - দৈনিকশিক্ষা

প্রেমিককে ভিডিও কলে রেখে ছাত্রীর আত্মহত্যা: বিচার দাবি পরিবারের

ঝালকাঠি প্রতিনিধি |

প্রেমের সম্পর্কের জের ধরে প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন ইডেন কলেজছাত্রী। রোববার (২১ এপ্রিল) সিলিং ফ্যানের সাথে ফাস দিয়ে আত্মহত্যা করেন তিনি। 

নিহত সায়মা কালাম মেঘা ইডেন কলেজের  অনার্স ২য় বর্ষের ছাত্রী। বিগত ৩ বছর যাবত প্রেমের সম্পর্ক ছিল ইডেন কলেজ ছাত্রী ঝালকাঠির সায়মা কালাম মেঘা এবং বরিশাল হাতেম আলী কলেজ ছাত্র ঝালকাঠির মাহিবি হাসানের। প্রেমের এক পর্যায়ে তারা পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নিলে তা নিয়ে বাকবিতন্ডা হলে ভিডিও কল রেখেই আত্মহত্যা করে মেঘা। 

এ ঘটনায় কন্যা হত্যার বিচার দাবিতে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সংবাদ সম্মেলন করেন মেঘার পরিবার। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন মেঘার চাচা আবুল বাশার। এ সময় মা রুবিনা আজাদ, পিতা আবুল কালাম, চাচাতো ভাই মাইনুল হোসেন উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, মেঘা আর মাহি পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নিলে বাধ সাধে মাহির মা সেলিনা বেগম। তিনি কোনোমতেই এ বিয়ে মানতে নারাজ, তাই পুত্রও শুরু করে তালবাহানা। একাধিকবার বিয়ের তারিখ নির্ধারণ করে আবার পরিবর্তন করে প্রতারণার নতুন কৌশল শুরু করে। এসব বিষয়ে উভয়ের মধ্যে বাক-বিতণ্ডা হলে রোববার বিকেলে প্রেমিকের প্ররোচনায় আত্মহত্যার পথ বেছে নেয় মেঘা। মাহি ভিডিও কলে তা উপভোগ করে। নিজ ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে প্রেমের সম্পর্কের ইতি টানে মেঘা। এরপর সহপাঠী আফরিন জাহান ও মেঘার মা রুবিনা আজাদকে মাহি ফোন দিয়ে মৃত্যুর বিষয়টি জানায়। মেঘার মা বিষয়টি ঢাকায় মেঘার বান্ধবী আফরিন জাহান আনিকাকে জানালে আনিকা কিছু বন্ধুবান্ধব নিয়ে কাঁঠালবাগানের বাসায় যায়। তারা বাসায় গিয়ে বাড়ির মালিকের সহায়তায় দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মেঘাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসকরা মেঘাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, রোববার সন্ধ্যায় ঢাকার কাঁঠালবাগান এলাকার ৭৪/১ ফ্রি স্কুল স্ট্রিটের চারতলা বাড়ির চতুর্থ তলার একটি কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মেঘার লাশ উদ্ধার করে পুলিশ। রোববার রাতেই কলাবাগান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে নিহতের চাচা আবুল বাশার।

প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে - dainik shiksha তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে বঙ্গবন্ধুকে হারিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত - dainik shiksha বঙ্গবন্ধুকে হারিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0033750534057617