প্রেমের টানে বাদ এসএসসি পরীক্ষা - দৈনিকশিক্ষা

প্রেমের টানে বাদ এসএসসি পরীক্ষা

চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি |

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় এলাকার এক পরীক্ষার্থী প্রেমের টানে এসএসসি পরীক্ষা বাদ দিয়েছেন। তিনি ওমর নামের এক যুবকের সঙ্গে পালিয়ে গেছেন। গতকাল মঙ্গলবার এসএসসির পৌরনীতি পরীক্ষায় অংশ নেননি তিনি।

জানা গেছে, গত সোমবার বিকালে দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসা থেকে ওই যুবকের হাত ধরে পালিয়ে যায় ওই ছাত্রী। তারা দুইজনেই দক্ষিণ আইচা থানার চরকুকরি-মুকরি ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের আমিনপুর গ্রামের বাসিন্দা। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন । 

পালিয়ে যাওয়া ওই পরীক্ষার্থী চরকুকরি-মুকরি মাধ্যমিক বিদ্যালয়ের এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশেন দত্ত জানান, ওই ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারেন চাচাতো ভাই ওমর নামে এক যুবকের সঙ্গে পালিয়ে গেছে সে।

জানা গেছে , চরকুকরি-মুকরি ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড আমিনপুর গ্রামের ওই ছাত্রীর সঙ্গে একই গ্রামের প্রবাসী বজলুর ছেলে মো. ওমরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর মঙ্গলবার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার জন্য সোমবার চরকুকরি-মুকরি নিজ বাড়ি থেকে চরমানিকা ৫ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসায় রওনা হয়েছিলেন ছাত্রী। এদিকে মঙ্গলবার পৌরনীতি পরীক্ষায় অংশগ্রহণ করেনি ওই পরীক্ষার্থী। এরপর অনেক খোঁজখোঁজির পর সন্ধান মিলে চাচাতো ভাই ওমরের সঙ্গে পালিয়ে গেছেন তিনি। ঢাকায় ওমরের মা থাকে। ওই ছাত্রীকে নিয়ে সেখানে অবস্থান করেছে ওমর।

ওই ছাত্রীর বাবা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, তারা দু'জনেই বর্তমান ঢাকায় আমার ভাইয়ের বাসায় অবস্থান করছে। তাদের দুইজনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ওমরের পরিবারের সাথে যোগাযোগ করে আমার মেয়েক বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করছি। থানায় কোনো অভিযোগ  করা হয়নি।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, খোঁজ খবর নেয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.003026008605957