প্রয়াত জবি শিক্ষকের পাওনা বুঝিয়ে দেয়ার দাবি নীল দলের | বিশ্ববিদ্যালয় নিউজ

প্রয়াত জবি শিক্ষকের পাওনা বুঝিয়ে দেয়ার দাবি নীল দলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চাকরিচ্যুত প্রয়াত সহযোগী অধ্যাপক মীর মোশাররফ হোসেনের (রাজীব মীর) পরিবারকে আদালতের নির্দেশ অনুযায়ী তার চাকরির সব আর্থিক সুবিধা দেয়াসহ ১০ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দল (একাংশ)।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চাকরিচ্যুত প্রয়াত সহযোগী অধ্যাপক মীর মোশাররফ হোসেনের (রাজীব মীর) পরিবারকে আদালতের নির্দেশ অনুযায়ী তার চাকরির সব আর্থিক সুবিধা দেয়াসহ ১০ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দল (একাংশ)।

বৃহস্পতিবার নীল দলের সভাপতি অধ্যাপক ড. মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ড. নাফিস আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়। এসব দাবি জানিয়ে উপাচার্যের কাছে লিখিত আবেদনও দিয়েছেন তারা।

এর আগে ২০১৭ খ্রিষ্টাব্দের ১০ জুলাই রাজিব মীরকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরপর তিনি আদালতে রিট করেন। তবে ২০১৮ খ্রিষ্টাব্দের ২১ জুলাই চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজীব মীর মারা যান। এরপর তার স্ত্রী সুমনা খান রিটের পক্ষভুক্ত হন। রিটের আদেশে আদালত রাজীব মীরের বরখাস্তের সিদ্ধান্ত বেআইনি ও অবৈধ ঘোষণা করা হয়। এছাড়া মৃত্যুর আগ পর্যন্ত বেতন-ভাতা পরিশোধ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়। 

প্রয়াত জবি শিক্ষকের পাওনা বুঝিয়ে দেয়ার দাবি নীল দলের

তবে কয়েকবছর হয়ে গেলেও মৃত রাজীব মীরের পরিবারকে পাওনা বুঝিয়ে দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এজন্য রাজীব মীরের সহকর্মী আওয়ামীপন্থী শিক্ষকরা দ্রুত পরিবারকে পাওনা বুঝিয়ে দেয়ার দাবি জানান।

নীল দলের অন্যান্য দাবিগুলো হলো, বঙ্গবন্ধু চেয়ারে উচ্চ মেধাসম্পন্ন যোগ্য এবং দক্ষ শিক্ষাবিদকে নিয়োগ, শিক্ষকদের শিক্ষা ছুটি সংক্রান্ত চলমান জটিলতা নিরসন, মেয়াদোত্তীর্ণ সব পদে নিয়োগ, দর্শন বিভাগের প্রয়াত অধ্যাপক ড. নুরুল মোমেনের পেনশন সংক্রান্ত বিষয়টি নিষ্পত্তি, নতুন ক্যাম্পাস নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা, শিক্ষক সমিতির পেশ করা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন সংশোধন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অবসর ভাতা, গোষ্ঠী বীমা, ভবিষ্য তহবিল গঠন সংক্রান্ত প্রভাবিত সংবিধিগুলোর অনুমোদন করা।

এছাড়া শিক্ষকদের বিভিন্ন ভাতা সংক্রান্ত অডিট আপত্তি নিষ্পত্তি, শিক্ষকদের পরীক্ষার পারিতোষিকের বিষয়ে শিক্ষক সমিতির প্রস্তাব বাস্তবায়ন, বকেয়া বিল দেয়া, সেশনজট নিরসণ করার দাবি জানানো হয়েছে নীল দলের পক্ষ থেকে।