ফিক্সিংয়ের গোপন তথ্য ফাঁস, ভারতের বিশ্বকাপ জয়ে কলঙ্কের দাগ - দৈনিকশিক্ষা

ফিক্সিংয়ের গোপন তথ্য ফাঁস, ভারতের বিশ্বকাপ জয়ে কলঙ্কের দাগ

দৈনিকশিক্ষা ডেস্ক |

ক্রিকেটে ফিক্সিংয়ের ঘটনা আছে অহরহ। তাই বলে বিশ্বকাপ ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচও কি ফিক্সিং হতে পারে? হ্যাঁ, এবার এমন তথ্যই ওঠে এলো সামনে। ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ে লেগে গেল কলঙ্কের দাগ।

বৃহস্পতিবার চাঞ্চল্যকর এক তথ্য ফাঁস করেছেন শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগে। তিনি আবার ওই বিশ্বকাপের সময়ই ছিলেন দেশের ক্রীড়ামন্ত্রী। তাই তার কথা একেবারে ফেলে দেয়ার মতো নয়।

লঙ্কান সাবেক ক্রীড়ামন্ত্রীর দাবি, ২০১১ খ্রিষ্টাব্দের বিশ্বকাপ ফাইনাল বিক্রি করে দিয়েছিল শ্রীলঙ্কা। ‘সিরিসা টিভি’র সঙ্গে এক সাক্ষাৎকারে মাহিন্দানন্দা বলেন, ‘আমি আজ আপনাদের বলে দিচ্ছি, ২০১১ বিশ্বকাপের ফাইনালটা আমরা বিক্রি করে দিয়েছিলাম। যখন আমি ক্রীড়ামন্ত্রী ছিলাম, তখনও এটাই বিশ্বাস করতাম।’

২০১০ থেকে ২০১৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মাহিন্দানন্দা। তিনি আরও বলেন, ‘২০১১ খ্রিষ্টাব্দে আমরা জিততে পারতাম। কিন্তু ম্যাচটি বিক্রি করে দেই। আমার মনে হচ্ছে, এটা নিয়ে এখন বলা উচিত। আমি খেলোয়াড়দের জড়াচ্ছি না, তবে তখন কয়েকটা শাখা জড়িত ছিল।’

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সেই ম্যাচটি ৬ উইকেটে হেরে গিয়েছিল শ্রীলঙ্কা। ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেছে শ্রীলঙ্কার ১৯৯৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। তিনিও ২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে সন্দেহের আঙুল তুলেছিলেন বছর তিনেক আগে।

২০১৭ খ্রিষ্টাব্দের জুলাইয়ে রানাতুঙ্গা বলেন, ‘যখন আমরা হেরে যাই, আমার ভীষণ কষ্ট হচ্ছিল। মনের মধ্যে একটা সন্দেহ জাগে। শ্রীলঙ্কার আসলে কি হয়েছিল, অবশ্যই ২০১১ বিশ্বকাপের ফাইনাল নিয়ে তদন্ত করা উচিত।’

রানাতুঙ্গা ধারণা করেছিলেন, খেলোয়াড়রা নোংরা কিছুতে জড়িত। তিনি যোগ করেন, ‘আমি এখনই সবকিছু বলতে চাচ্ছি না। তবে একদিন বলব। অবশ্যই এটা নিয়ে তদন্ত হওয়া উচিত।’

বিশ্বকাপের সেই ফাইনালে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৭৪ রানের লড়াকু সংগ্রহ গড়েছিল শ্রীলঙ্কা। জবাবে দলের ব্যাটিং স্তম্ভ শচিন টেন্ডুলকারকে ১৮ রানেই হারিয়ে ফেলে ভারত। একটা সময় তারা পড়ে গিয়েছিল বিপদে। কিন্তু লঙ্কানদের বাজে বোলিং আর ফিল্ডিংয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মহেন্দ্র সিং ধোনির দল।

সেদিন লঙ্কান দলের খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ দেখে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। রানাতুঙ্গা সরাসরি কিছু বলেননি। তবে এতদিন পর লঙ্কান সাবেক ক্রীড়ামন্ত্রীই যখন এত জোর দিয়ে বলছেন, তদন্তের দাবি উঠতেই পারে।

শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় - dainik shiksha অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী - dainik shiksha দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত হিটস্ট্রোকে সাতক্ষীরায় শিক্ষকের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে সাতক্ষীরায় শিক্ষকের মৃত্যু হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় - dainik shiksha হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে চাকরিতে আবেদনের বয়স ৩৫ করতে শিক্ষামন্ত্রীর সুপারিশ - dainik shiksha চাকরিতে আবেদনের বয়স ৩৫ করতে শিক্ষামন্ত্রীর সুপারিশ শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ - dainik shiksha শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি - dainik shiksha সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0064280033111572