ফুলগাজীতে ইসলামী ব্যাংকের নতুন শাখা | ব্যাংক ও বীমা নিউজ

ফুলগাজীতে ইসলামী ব্যাংকের নতুন শাখা

ফেনীর ফুলগাজীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৭৬ তম শাখার যাত্রা শুরু হয়েছে। বৃহম্পতিবার (২৮ অক্টোবর) এ শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহর সভাপতিত্ব

ফেনীর ফুলগাজীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৭৬ তম শাখার যাত্রা শুরু হয়েছে। বৃহম্পতিবার (২৮ অক্টোবর) এ শাখার উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের নোয়াখালী জোনপ্রধান মুহাম্মদ কামরুল বারী ইমামী। গ্রাহক শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী মো. সেলিম ও এটিএম ইয়াসিন সাদেক। 

ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শাখার সিআরএম বুথ উদ্বোধন করা হয়।