সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে কুষ্টিয়ায় এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে মিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি গোলাম মোস্তফা সন্ধ্যায় বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে এক শিক্ষককে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।