দৈনিক শিক্ষাডটকম, শরীয়তপুর: লালনের ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ গানের কথা ফেসবুকে পোস্ট করে গ্রেফতার স্বর্ণকার সঞ্জয় রক্ষিতের (৪০) জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে শরীয়তপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাকিব হোসেন তাঁর জামিন মঞ্জুর করেন।
এর আগে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় গতকাল রোববার এ ঘটনা ঘটেছে। পরে সঞ্জয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। গ্রেফতার সঞ্জয় রক্ষিত উপজেলার মহিষার ইউনিয়নের সাজনপুর এলাকার মৃত হরি নারায়ণ রক্ষিতের ছেলে।
পুলিশ জানায়, সাজনপুর বাজারের স্বর্ণকার সঞ্জয় রক্ষিত শনিবার রাত ১১টায় তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ গানের ‘সুন্নত দিলে হয় মুসলমান, নারীলোকের কি হয় বিধান’ লাইনের সঙ্গে কিছু কথা জুড়ে পোস্ট দেন।
উপজেলার সাজনপুর বাজারের স্বর্ণকার সঞ্জয় রক্ষিত শনিবার রাত ১১টায় তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ গানের ‘সুন্নত দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান’ লাইনের সঙ্গে কিছু কথা জুড়ে পোস্ট দেন। পরে এই পোস্ট ছড়িয়ে পড়লে এলাকার মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা ভেদরগঞ্জ থানা-পুলিশকে জানায়। পুলিশ সঞ্জয়কে গ্রেফতার করে। পরে তাঁর বিরুদ্ধে ভেদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় একটি মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল বলেন, ‘ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সঞ্জয়কে গ্রেফতার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।’
জামিনের বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আলমগীর হোসেন মজুমদার বলেন, ‘আজ দুপুরে সঞ্জয় রক্ষিতের জামিন মঞ্জুর করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।’