ফ্র্যাঞ্চাইজিগুলোই আইন ভঙ্গ করে, অভিযোগ বিসিবি সভাপতির - Dainikshiksha

ফ্র্যাঞ্চাইজিগুলোই আইন ভঙ্গ করে, অভিযোগ বিসিবি সভাপতির

নিজস্ব প্রতিবেদক |

বিপিএলের নিয়ম পাল্টানো নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কড়া সমালোচনা করেছে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি। তাদের অভিযোগ, নিজেদের খেয়ালখুশি মতো ক'দিন পর পর নতুন নতুন নিয়ম আমদানি করে বিসিবি। তবে এ অভিযোগ রীতিমতো উড়িয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার উল্টো অভিযোগ, প্রতিবারই আইন ভঙ্গ করে ফ্র্যাঞ্চাইজিগুলো। তারা কেবল এতে বাধা দেন, আইন পরিবর্তন করেন না।

অনেকটা চ্যালেঞ্জের সুরেই বিসিবি সভাপতি বলেন, 'আমরা কখন আইন পরিবর্তন করলাম? একটা উদাহরণ দেখান, যেখানে আমরা আইন পরিবর্তন করেছি। এবারও তারা (ফ্র্যাঞ্চাইজি) আইন ভেঙেছে। রিটেনশন থাকার পরও সেই সুযোগ না নিয়ে তারা নিজেরাই খেলোয়াড় বদলাচ্ছে। এমনটা হতেই পারে না। কারণ এটি তো আইনে নেই। তাই আমরা বাধা দিয়েছি, পরিবর্তন করিনি তো।'

গত মাসের শেষ দিনে ঢাকা ডায়নামাইটস ছেড়ে রংপুর রাইডার্সে নাম লেখান সাকিব আল হাসান। এরপরই বিপিএল গভর্নিং কাউন্সিল জানায়, এ দলবদলের কোনো বৈধতা তাদের কাছে নেই। ফ্র্যাঞ্চাইজিগুলো চার বছরের জন্য নতুন করে চুক্তিবদ্ধ হওয়ার পর ড্রাফট থেকে খেলোয়াড় টানবে। এ বিতর্কের শুরু হয় তখনই।

ফ্র্যাঞ্চাইজিদের নিয়ম ভাঙার আরও উদাহরণ দেন বিসিবি সভাপতি, 'পত্রিকায় লেখা হয়েছে স্মিথকে (অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ) আনা ঠিক হয়নি। এটা কি আমরা এনেছি? ফ্র্যাঞ্চাইজি এনেছে। আরেকবার লেখা হলো, একটা ফাইনাল (পঞ্চম আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার) নাকি সুপার ওভার হওয়ার কথা ছিল। কিন্তু কুমিল্লা বলে তারা নাকি খেলবে না। আইনে আছে খেলতে হবে। সুপার ওভারের কথা আইনেই ছিল। ব্যাপারটি হচ্ছে, হঠাৎ করে তারা (কুমিল্লা) বলে যে, এটি তারা মানে না। তাদের বিজয়ী ঘোষণা করতে হবে। কিন্তু এটি তো কোনো আইনেই পড়ে না। এটি আমরা দেইনি। পরে যখন দুই ফ্র্যাঞ্চাইজি রাজি হলো, পরদিন খেলাটি আয়োজন করেছি। আমরা আইন ভঙ্গ করিনি।'

বিসিবি সভাপতি অবশ্য বলেছেন, প্রথম ছয় আসরে যেসব জায়গায় তারা সমস্যা দেখেছেন, সেগুলো তারা ঠিক করার চেষ্টা করেছেন। আগামী আসর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় পর্বে কোনো সমস্যা থাকবে না বলেও দৃঢ়তার সঙ্গে জানান তিনি।

স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের - dainik shiksha স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের ঢাকাসহ ১৩ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান কাল বন্ধ - dainik shiksha ঢাকাসহ ১৩ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান কাল বন্ধ প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা টেম্পু চাপায় কলেজছাত্রী নিহত - dainik shiksha টেম্পু চাপায় কলেজছাত্রী নিহত কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0037760734558105