বই বিতরণ নিয়ে স্কুলে সংঘর্ষ, আহত ৩ - দৈনিকশিক্ষা

বই বিতরণ নিয়ে স্কুলে সংঘর্ষ, আহত ৩

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি |

বগুড়ার নন্দীগ্রামে কুমিড়া পণ্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ নিয়ে দুইপক্ষের সংঘর্ষে সাবেক দুই ইউপি সদস্যসহ ৩জন আহত হয়েছে। এ ঘটনায় বিনামূল্যে বই বিতরণ ভন্ডুল হয়ে যায়। এছাড়া প্রধান শিক্ষকের কক্ষে তালা দেয়া হয়। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শনিবার (২ জানুয়ারি) উপজেলার ভাটরা ইউনিয়নের কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ভাটরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আখতারুজ্জামান মানিক (৪৫), ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বেলাল হোসেন (৪২) ও সমর্থক বাবু মিয়া (৪০)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

জানা গেছে, শনিবার সকালে কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণের আয়োজন করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আওয়ামীলীগ নেতা মজনুর রহমান। এ সময় ভাটরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারীসহ তার লোকজন এসে বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে বই বিতরণ করতে চান।

এ নিয়ে দু’পক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষের রুপ নেয়। এতে সাবেক দুই ইউপি সদস্যসহ ৩জন আহত হয়। সংবাদ পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এ ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আবারো যে কোন সময় বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে। জানা যায় ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারীর ছোট ভাই মজনুর রহমান মজনু।

এদিকে প্রাক্তন সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে দোকান পজিসান বিক্রি, বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার ফি সহ লাখ লাখ টাকা আত্মসাৎসহ নানা দূর্নীতির অভিযোগ এনে গত বুধবার (৩০ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন অভিভাবক সদস্য বাদেশ আলী।

এ বিষয়ে কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা মজনুর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারীর নেতৃত্বে তার লোকজন বই বিতরণ বন্ধ করে। বিদ্যালয়ের সভাপতি আমি বই আমিই বিতরণ করবো। শিক্ষার্থীসহ শিক্ষকদের স্কুলের ভিতরে ঢুকতে দেয়া হয়নি। প্রধান শিক্ষকের কক্ষে তালা দিয়েছে। ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেয়া পর থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এলাকাবাসী মজনুকে সভাপতি হিসেবে মানে না। প্রধান শিক্ষকের কক্ষে এলাকাবাসী তালা দিয়েছে। শিক্ষকদের ছাড়াই সে বই বিতরণের আয়োজন করলে এলাকাবাসী বাঁধা দিয়েছে। শিক্ষার্থীদের বই শিক্ষকরা বিতরণ করলে কেউ বাঁধা দিবে না।

এ বিষয়ে জানতে চাইলে কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু রায়হান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি বই বিতরণের আয়োজন করেন। এ সময় ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারীসহ তার লোকজন এডহক কমিটির সভাপতিকে অবৈধ দাবি করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.0033159255981445