বগুড়ায় স্বাশিপের শোভাযাত্রা | বিবিধ নিউজ

বগুড়ায় স্বাশিপের শোভাযাত্রা

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট দেয়ার ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে বগুড়া স্বাধীনতা শিক্ষক পরিষদ।

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট দেয়ার ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে  আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে বগুড়া  স্বাধীনতা শিক্ষক পরিষদ।

বগুড়ায় স্বাশিপের শোভাযাত্রা

শোভাযাত্রা শেষে  বগুড়া  স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ফাঁপোর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ আলতাব হোসেনের সভাপতিত্বে  রোববার (১১ নভেম্বর) বিকেলে বগুড়ার সাতমাথায় অনুষ্ঠিত হয়।  

সভায় বক্তব্য দেন স্বাশিপ বগুড়া শাখার সাধারণ সম্পাদক  ইসলামী মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন ,  নামুজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপাল চন্দ্র প্রামানিক, সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম,   জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলক ভট্রাচার্জ প্রমুখ। বক্তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আগামীতে সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করে শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন করার জন্য অনুরোধ জানান।