বঙ্গবন্ধুর জন্মদিনে কুবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা - বিশ্ববিদ্যালয় - দৈনিকশিক্ষা

বঙ্গবন্ধুর জন্মদিনে কুবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

কুবি প্রতিনিধি |

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের পাঁচ তলায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

প্রতিযোগিতায় ক্যাম্পাসের পাশ্ববর্তী বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড়শ শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা দুটি ক্যাটাগরিতে আয়োজিত হয়। ১ম থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘ক’ গ্রুপ এবং ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘খ’ গ্রুপে  আলাদাভাবে ৩ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। এছাড়াও প্রতি গ্রুপ থেকে বিশেষ বিবেচনায় ৭ জন প্রতিযোগীকে ‘নন্দন পুরস্কার’ দেয়া হয়।

আয়োজক কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন জানান, দুটি দিবসকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির অংশ হিসেবে আমরা এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। প্রতিবারই আমাদের এমন আয়োজন করা হয়। আমরা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের ৮-৯ টি স্কুলের বাচ্চাদের আমরা দাওয়াত দিয়েছিলাম। এ প্রতিযোগিতার মধ্য দিয়ে এখানে এসে তারা দেশ, মাটি, প্রকৃতি, বঙ্গবন্ধুকে এঁকেছে। তাদের এ রঙের ছটায় আসলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রঙিন হয়ে উঠেছে। এছাড়া এ প্রতিযোগিতার মধ্য দিয়ে এই  শিশু-কিশোর, তরুণ প্রাণগুলো বিশ্ববিদ্যালয়ের পরিসরে আসলো, তারা জানতে পারলো বিশ্ববিদ্যালয় কেমন। 

অনুষ্ঠানের পুরস্কার বিতরণী পর্বে উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মইন বলেন, তোমরা যারা ছবি এঁকেছো, যারা এসেছো তাদের আমি ধন্যবাদ দেই৷  আমি আশা করব তোমরা প্রতিবছরই আসবে৷ আজ বঙ্গবন্ধুর জন্মদিনে আমরা এখানে এসেছি। যার জন্য নিজেদেরকে বাঙালি বলতে পারছি, যার নেতৃত্বে বাংলাদেশ তৈরি হয়েছে, তাঁর আজ জন্মদিন। তোমরা সবসময় বঙ্গবন্ধুর কথা মাথায় রাখবে৷ তোমরা উনার কথা চিন্তা করবে, উনার বক্তৃতা পড়বে, উনাকে জানবে এবং ঐভাবে তোমরা বড় হবে যাতে বাংলাদেশ আরো সুন্দর হয়।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, ছাত্র পরামর্শক, বিভিন্ন হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান এবং আয়োজক কমিটির আহ্বায়ক ও শিক্ষকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। 

উল্লেখ্য, প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় থেকে চিত্রাঙ্কনের সামগ্রী ও সকল অংশগ্রহণকারীদের জন্য চকলেট-বিস্কুটসহ বিভিন্ন খাবার সরবরাহ করা হয়। এছাড়া, পুরস্কার বিতরণী পর্ব শেষে বিলুপ্ত শাখা ছাত্রলীগের একাংশ অংশগ্রহণকারীদের মধ্যে চকলেট বিতরণ করে।

নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ পাবেন সাড়ে ২৫ হাজার প্রতিষ্ঠান প্রধান - dainik shiksha নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ পাবেন সাড়ে ২৫ হাজার প্রতিষ্ঠান প্রধান জনগণের কল্যাণ সাধনই আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী - dainik shiksha জনগণের কল্যাণ সাধনই আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী পত্রিকার অনলাইনে রগরগে আর প্রিন্টে সফিস্টিকেটেড জিনিস ছাপে : জাফর ইকবাল - dainik shiksha পত্রিকার অনলাইনে রগরগে আর প্রিন্টে সফিস্টিকেটেড জিনিস ছাপে : জাফর ইকবাল উপজেলা চেয়ারম্যানদের ওপর ইউএনওদের ক্ষমতা বাতিল করলো হাইকোর্ট - dainik shiksha উপজেলা চেয়ারম্যানদের ওপর ইউএনওদের ক্ষমতা বাতিল করলো হাইকোর্ট বরিশাল শিক্ষা বোর্ডর নতুন চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান - dainik shiksha বরিশাল শিক্ষা বোর্ডর নতুন চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান ডিবির হাতে গ্রেফতার নাসিরই করেন শিক্ষক এমপিওভুক্ত! - dainik shiksha ডিবির হাতে গ্রেফতার নাসিরই করেন শিক্ষক এমপিওভুক্ত! ফলাফল ঘোষণা না করে পালাল শিক্ষক নিয়োগ কমিটি! - dainik shiksha ফলাফল ঘোষণা না করে পালাল শিক্ষক নিয়োগ কমিটি! জমির খাজনা আদায় হবে ইংরেজি অর্থবছরে - dainik shiksha জমির খাজনা আদায় হবে ইংরেজি অর্থবছরে please click here to view dainikshiksha website Execution time: 0.003593921661377