বঙ্গবন্ধুর জন্মদিনে জবিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা | বিশ্ববিদ্যালয় নিউজ

বঙ্গবন্ধুর জন্মদিনে জবিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ১৭ মার্চ (শুক্রবার) সকাল সাড়ে ১০ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নিচ তলায়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

আগামী ১৭ মার্চ (শুক্রবার) সকাল সাড়ে ১০ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নিচ তলায় ‘বঙ্গবন্ধু ও আগামীর শিশু’ শীর্ষক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জবি সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি আসফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, প্রতিযোগিতায় 'ক' বিভাগে ১ম থেকে ৩য় শ্রেণি, 'খ' বিভাগে ৪র্থ থেকে ৭ম শ্রেণি এবং 'গ' বিভাগে ৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

প্রতিযোগিতায় প্রতিযোগীদেরকে আর্ট পেপার সরবরাহ করা হবে এবং অন্য সামগ্রী প্রতিযোগীকে নিয়ে আসতে হবে। প্রতিযোগিতায় নির্বাচিত শিল্পকর্মে তিন বিভাগে ৯টি পুরস্কার, সনদ এবং ক্রেস্ট দেয়া হয়।