বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালো পিটিআই সমিতি | সমিতি সংবাদ নিউজ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালো পিটিআই সমিতি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ পিটিআই কর্মকর্তা সমিতি (বাপিকস)। সংগঠনের সভাপতি ও ঢাকা পিটিআই সুপারিনটেনডেন্ট মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে বাপিকস কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দ সোমবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ পিটিআই কর্মকর্তা সমিতি (বাপিকস)। সংগঠনের সভাপতি ও ঢাকা পিটিআই সুপারিনটেনডেন্ট মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে  বাপিকস কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দ সোমবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালো পিটিআই সমিতি
জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতারা। ছবি: সংগ্রহীত

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  বাংলাদেশ বাপিকস ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নবনির্বাচিত কমিটি গত ১৯ জুলাই ভার্চুয়ালি দায়িত্ব গ্রহণ করলেও করোনা পরিস্থিতিতে   মুখোমুখি কোন আনুষ্ঠানিকতা করতে পারেননি। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সোমবার তারা ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপনের অংশ হিসেবে পুষ্পস্তবক অর্পণ করেন। 
শ্রদ্ধা নিবেদন কালে অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পিটিআইয়ের ইন্সট্রাক্টর মোঃ সেলিম,সিনিয়র সহসভাপতি লক্ষীপুর পিটিআইয়ে সহকারী সুপারিনটেনডেন্ট মোঃ শাহ আলম সরকার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও পিটিআই কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।