বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রাজপথে শিক্ষকরা | সমিতি সংবাদ নিউজ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রাজপথে শিক্ষকরা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙচুরের প্রতিবাদে রাজপথে নেমেছেন শিক্ষকরা। বঙ্গুবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও ভাস্কর্য নিয়ে চক্রান্দের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন তারা। রোববার (১৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে এ মানববন্ধন অনুষ্

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রাজপথে নেমেছেন শিক্ষকরা। বঙ্গুবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও ভাস্কর্য নিয়ে চক্রান্দের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন তারা। রোববার (১৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিটিএর সভাপদি মো. বজলুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ, সংগঠনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বাবু রঞ্জিত কুমার সাহা, সহ-সভাপতি আবুল কাশেম, আলী আসগর হাওলাদার, আবু জামিল সেলিম, বেগম নুরুন্নাহারসহ অনেকে।

এসময় শিক্ষকরা বলেন, ভাস্কর্য হলো ইতিহাস ও ঐতিহ্যের প্রতিক। পৃথিবীর সবদেশেই ভাস্কর্য আছে। কিন্তু কিছু দিন আগে যখন জাতির পিতার ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে তখন ভাস্কর্য নিয়ে লাগামহীন বক্তব্য দেয়া শুরু হয়। এরপর রাতের আধাঁরে ভাস্কর্য ভাঙচুর করা হয়। এতে প্রমাণিত হয়, ভাস্কর্য নয়, পাকিস্তানের প্রেতাত্মারা এখন তাদের মিশন থেকে সরে আসে নাই। তাদের ক্ষোভ ভাস্কর্য নিয়ে নয়, তাদের ক্ষোভ মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বঙ্গবন্ধুর প্রতি। 

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রাজপথে শিক্ষকরা
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষকরা 

তাই, জাতির পিতার ভাস্কর্য নিয়ে চক্রান্তকারী ও রাতের আধাঁরে ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা। 

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিটিএর কেন্দ্রীয় নেতারা ও রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।