আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিঘেরা টুঙ্গিপাড়ায় দিবসটি উদযাপনের উদ্যোগ নিয়েছে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদ। শিক্ষক দিবসে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন পরিষদের নেতারা। পরে, উপজেলার জি টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যলয়ে এক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়েছে। পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হবে। জি টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যলয় হলরুমে ৫ অক্টোবর সকাল ১০টায় এ সভার আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের উপদেষ্টা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকার সাবেক বিভাগীয় উপপরিচালক ইন্দুভূষণ দেব। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।