বঙ্গবন্ধুসহ ৭ বীরশ্রেষ্ঠর নামে পাহাড়ে 'ফ্রিডম স্কয়ার' - দৈনিকশিক্ষা

বঙ্গবন্ধুসহ ৭ বীরশ্রেষ্ঠর নামে পাহাড়ে 'ফ্রিডম স্কয়ার'

খাগড়াছড়ি প্রতিনিধি |
স্বাধীনতা সোপানের পর এবার পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ও মহান মুক্তিযুদ্ধে জীবন উৎস্বর্গ করা ৭ বীরশ্রেষ্ঠকে নিয়ে নির্মাণ করা হয়েছে 'ফ্রিডম স্কয়ার'।
 
পাহাড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ও মহান মুক্তিযুদ্ধে জীবন উৎস্বর্গ করা ৭ বীরশ্রেষ্ঠকে নিয়ে এটাই প্রথম ম্যুরাল।
 
মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্প্রসারিত কমপ্লেক্সের সম্মুখভাগে বৃত্তাকার বেইজমেন্টে ৭ ফুট উচ্চতা ও ৯ ফুট প্রশস্ত দুটি অর্ধ বৃত্তাকার ম্যুরালের মাঝখানে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার রেপ্লিকা।
 
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশের উদ্যোগে নির্মিত 'ফ্রিডম স্কয়ার' পাহাড়ি জনপদে মুক্তিযুদ্ধের চেতনা ছড়াবে বলে মনে করছেন স্থানীয়রা।
 
সবার মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ম্যুরালটি নির্মাণ করা হয়েছে উল্লেখ করে বিভীষণ কান্তি দাশ বলেন, এর মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অবদানকে স্মরণ ও তাদের ত্যাগের কথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করেছি মাত্র।
 
তিনি বলেন, প্রতিদিনই সর্বস্তরের মানুষ সরকারের সেবা নিতে উপজেলা পরিষদে আসেন। তারা যেন 'ফ্রিডম স্কয়ার' দেখে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হন সে চিন্তা থেকেই আমার এ প্রচেস্টা।
 
মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা বলেন, 'ফ্রিডম স্কয়ার' মাটিরাঙ্গাকে নতুনভাবে পরিচিত করবে। এ ম্যুরাল স্থাপনের মাধ্যমে মাটিরাঙ্গাবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন ইউএনও বিভীষণ কান্তি দাশ।
 
শ্যামল ও সুষেন আচার্য্য নামে দুই সহোদরের গড়া এ ম্যুরালটি রোববার দুপুরের দিকে উন্মোচন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
 
এমন উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, সরকারি কর্মকর্তারা দায়িত্বের প্রয়োজনে আসেন, আবার চলেও যান। তবে তারা কেউ কেউ এমন কিছু কাজ করে যান যার মাধ্যমে মানুষ যুগ যুগ তাদেরকে স্মরণ করে। ফ্রিডম স্কয়ারের মাধ্যমে এখানকার মানুষ বিভীষণ কান্তি দাশকে মনে রাখবে।
 
এর আগে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্প্রসারিত কমপ্লেক্স ভবন ও অডিটোরিয়াম উদ্বোধন করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0085611343383789