বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি : সমাপনী অনুষ্ঠান ২০ জুন - দৈনিকশিক্ষা

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি : সমাপনী অনুষ্ঠান ২০ জুন

নিজস্ব প্রতিবেদক |

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি কার্যক্রম’। এ কার্যক্রমে জাতীয় পর্যায়ে সেরা নির্বাচিত হয়েছে ১০টি শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানগুলোর পুরষ্কার বিতরণ ও এ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান আগামী ২০ জুন অনুষ্ঠিত হবে। এদিন দুপুর রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে জাতীয় পর্যায়ে সেরা নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর প্রধানদের চিঠি পাঠানো হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট একজন শিক্ষার্থী ও একজন শিক্ষকে নিয়ে প্রতিষ্ঠান প্রধানদের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়েছে। 

অধিদপ্তর জানিয়েছে, মহান মুজিববর্ষ উদ্‌যাপন উপলক্ষে গৃহীত জাতীয় শিক্ষাক্রমের আলোকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা বিষয়ক শিক্ষাক্রমে বর্ণিত মুক্তিযুদ্ধ বিষয়ক শিখনফল ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নিরূপণ করার জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি' কার্যক্রম পরিচালিত হয়েছে। ইতোমধ্যে উপজেলা, জেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের বিচারকার্য সম্পন্ন হয়েছে। জাতীয় পর্যায়ে বিচারকার্যের মাধ্যমে প্রাপ্ত সেরা ১০টি শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।

অধিদপ্তর আরও বলছে, আগামী ২০ জুন দুপর ২ টায় ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ কার্যক্রমের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ মো. কামাল হোসেন। পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে সেরা নির্বাচিত প্রতিষ্ঠানে এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট একজন শিক্ষার্থী ও একজন শিক্ষকে নিয়ে প্রতিষ্ঠান প্রধানদের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়েছে। 

এর আগে ২০২১ খ্রিষ্টাব্দের ১৮ মার্চ সেরা নির্বাচিত দশটি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছিলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এ কার্যক্রমে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় হয়েছে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, তৃতীয় হয়েছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চতুর্থ হয়েছে চট্টগ্রামের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, পঞ্চম হয়েছে, খুলনা পাবলিক কলেজ, ষষ্ঠ হয়েছে রংপুর সরকারি বালিকা বিদ্যালয়। এ কার্যক্রমে সপ্তম হয়েছে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, অষ্টম হয়েছে ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, নবম হয়েছে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং দশম হয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়ার বিনয়কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।

কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় - dainik shiksha কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির - dainik shiksha বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ - dainik shiksha ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির - dainik shiksha সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.021544933319092