জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হয়েছে গত ১০ জানুয়ারি। আগামী ১৭ মার্চ জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান শুরু হবে। দেশ জুড়ে বছরব্যাপী নানা আয়োজনে উদ্যাপন করা হবে জন্মোত্সব। শতাধিক ক্রীড়ানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। তবে ক্ষণগণনার পর প্রথম টুর্নামেন্ট বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল আজ বুধবার (১৫ জানুয়ারি) শুরু হবে।
স্বাগতিক বাংলাদেশসহ এশিয়া এবং আফ্রিকার ছয় দেশ অংশ নিচ্ছে। এশিয়ান দল বাংলাদেশ, ফিলিস্তিন (১০৬), শ্রীলঙ্কা এবং আফ্রিকান দল মরিশাস (১৭২), বুরুন্ডি, সিসেলশ দুই গ্রুপে খেলবে।
এবারই প্রথম আফ্রিকান দল খেলছে। অনেকের কাছে অচেনা দেশ হলেও ফিফার র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ওপরে রয়েছে বুরুন্ডি (১৫১)। ওপরের তিন দেশ ছাড়া শ্রীলঙ্কা (২০৫) ও সিসেলশ (২০০) বাংলাদেশের (১৮৭) নিচে।
বঙ্গবন্ধু কাপ ফুটবলের এবার ষষ্ঠ আসর। আগের পাঁচটি আসরের মধ্যে বাংলাদেশ একবারই ফাইনাল খেলেছিল। ২০১৫ সালে তৃতীয়বারের আসরে ফাইনালে বাংলাদেশ হেরেছিল মালয়েশিয়ার অনূর্ধ্ব-২২ দলের বিপক্ষে। আর পঞ্চম আসরে সেমিফাইনাল হতে বিদায় নিয়েছিল। (আরো খবর খেলার পাতায়)