বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংগঠন তদারকিতে সক্রিয় প্রক্টর - দৈনিকশিক্ষা

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংগঠন তদারকিতে সক্রিয় প্রক্টর

বশেমুরবিপ্রবি প্রতিনিধি |

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমিরবিপ্রবি) সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রক্টর ড. রাজিউর রহমান বিশ্ববিদ্যালয়ের সব সামাজিক সংগঠন তদারকি শুরু করছেন। এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি সংগঠনগুলোকে প্রক্টর অফিসে তলব করেন। সে মোতাবেক রোববার (১৩ অক্টোবর) সকালে বশেমুরবিপ্রবির সব অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দুইজন প্রতিনিধিসহ প্রক্টর অফিসে উপস্থিত হয়ে সংগঠনের নির্দিষ্ট লিখিত গঠনতন্ত্র, লক্ষ্য এবং উদ্দেশ্য প্রক্টর অফিসে জমা দিয়েছেন। তবে, সাধারণ শিক্ষার্থীদের জন্য কল্যাণময় সংগঠনগুলোর কার্যক্রম ত্বরান্বিত করতেই তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রক্টর ড. রাজিউর রহমান।

ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের রুবেল হোসেন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, গত রমজানে আমাদের যশোর জেলা এসোসিয়েশনের ইফতার মাহফিলের জন্য প্রক্টর বরাবর আবেদন করলে, তৎকালীন প্রক্টর আতিকুজ্জামান ভূঁইয়া তা নাকচ করে দেন। নতুন প্রক্টর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনকে শিক্ষার্থীদের কল্যাণে ক্যাম্পাসে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার সহযোগিতা করবেন বলে আশা করি।

বশেমুরবিপ্রবি সাবেক সাংবাদিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক তারিক লিটুকে ২০১৬ খ্রিষ্টাব্দে জুলাইয়ে শোকজ করা হয়। তথ্যানুসন্ধানে দেখা যায়, পত্রিকায় নিউজ লেখায় নানা কারণ দেখিয়ে তাকে শোকজ করেন তৎকালীন ভিসি নাসিরউদ্দিন।

শিক্ষার্থী মাহফুজ আহমেদ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, খাদ্যে ভেজাল এবং নির্মূলে সচেতনতামূলক সামাজিক সংগঠন কনজুমার ইয়ুথ অব বাংলাদেশ। কিন্তু সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার অনুমোদন দেননি তৎকালীন ভিসি-প্রক্টর প্যানেল।

বশেমুরবিপ্রবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ২০১৬ খ্রিষ্টাব্দের ১০ আগস্ট সংগঠনের কার্যাবলি স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপরেও আমাদের সাংগঠনিক কার্যক্রম থেমে থাকেনি। নানা চড়াই-উৎরাই পার হয়ে বশেমুরবিপ্রবির প্রেস ক্লাবের সাংগঠনিক কাজ এখনো চলছে। তবে কাজ চলমান রাখতে অনেক হিমশিম খেয়েছি। আশা করি নতুন প্রক্টর সংগঠনটির যথাযথ অনুমোদন দিয়ে সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত করবেন।    

এ বিষয়ে প্রক্টর ড. রাজিউর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ে অনেক অরাজনৈতিক সামাজিক সংগঠন সক্রিয় আছে। অনেক সংগঠনের অনুমোদন নাই। সব সংগঠনের নীতিমালা পর্যবেক্ষণ করে সাধারণ শিক্ষার্থীদের জন্য কল্যাণময় সংগঠনগুলোর কার্যক্রম ত্বরান্বিত করতে শিক্ষার্থীদের সহযোগিতা করবো। তিনি আরও বলেন, সাংগঠনিক নীতিমালা অবশ্যই বাংলাদেশ সংবিধান এবং বিশ্ববিদ্যালয়ের নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তা না হলে সংগঠন নিষিদ্ধ ঘোষণা করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. নূরউদ্দিন আহমেদ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, শিক্ষার্থীদের মঙ্গলে সামাজিক সংগঠনগুলোকে সুনির্দিষ্ট নিয়ম মাফিক পরিচালনা এবং তদারকি করার কার্যক্রমে হাতে নেয়ায় প্রক্টরকে সাধুবাদ জানাই।

শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0038731098175049