বদলির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের রাজপথে অবস্থান ২৫ অক্টোবর | কলেজ নিউজ

বদলির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের রাজপথে অবস্থান ২৫ অক্টোবর

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রতিষ্ঠান পরিবর্তন ও বদলি ব্যবস্থা চালুর দাবিতে আগামী ২৫ অক্টোবর, ২০১৯ খিঃ পদযাত্রা ও অবস্থান কর্মসূচি ডেকেছে।ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বদলির দাবিতে অবস্থান করবেন পাশাপাশি একই দাবিতে (বদলি) পদযাত্রা পালন সকাল ১০ঘটিকায় করবেন শিক্ষকরা। গণমাধ্যমকে এ খবরটি ন

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রতিষ্ঠান পরিবর্তন ও বদলি ব্যবস্থা চালুর দাবিতে আগামী ২৫ অক্টোবর পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করবেন। ওইদিন সকাল দশটায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান এবং পরে পদযাত্রা পালন  করবেন শিক্ষকরা। দৈনিক শিক্ষাকে এ বিষয়টি নিশ্চিত করেছেন মোঃ হারুন অর রশিদ ও মোহাম্মদ সিরাজুল ইসলাম।  এমপিওভুক্ত শিক্ষকদের বদলি বাস্তবায়ন কমিটি যথাক্রমে আহ্বয়াক ও সদস্য-সচিব তারা।

কমিটির আহবায়ক হারুন অর রশিদ দৈনিক শিক্ষাকে বলেন বদলি আমাদের একান্ত দাবি। এ দাবি আদায়ে আমরা কঠোর কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর নির্দেশে ২০২০ খ্রিষ্টাব্দের আগেই বদলি চালুর প্রজ্ঞাপন ও অফিস আদেশ প্রদান করবেন।

সিরাজুল ইসলাম বলেন, বদলির দাবিতে ঢাকার রাজপথে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য  সবাইকে দলমত ভুলে প্রেসক্লাবে আসার আহ্বান জানাই। বদলি না হলে আজীবন একজায়গায় পঁচে-গলে মরতে হবে।

তিনি বলেন, রাজপথে লড়াইয়ের মাধ্যমে বদলি আদায় করতে হবে প্রয়োজনে আমরণ অনশনে যাবো।