করোনা মহামারীর থাবায় এক বছরের বেশি সময় ধরে বন্ধ আছে সব শিক্ষা প্রতিষ্ঠান। এ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের খালি পরে থাকা শ্রেণি কক্ষগুলো ব্যবহৃত হচ্ছে মাদক সেবন, জুয়ার আসর বসানোসহ নানা অনৈতিক কাজে। এমনই এক ঘটনা ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে। স্কুলটি বন্ধ থাকার সুযোগের খালি শ্রেণিকক্ষে বসেছিল জুয়ার আসর। তবে, স্কুলটির শ্রেণিকক্ষে জুয়া খেলার অপরাধে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’
গতকাল রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ শ্রেণিকক্ষে জুয়া খেলার সময় এ ৬ জনকে আটক করে। পরে, সোমবার (৭ জুন) তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যম জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলো, উপজেলার নওদাবশ এলাকার আফছার আলীর ছেলে কফিল উদ্দিন (৪৫), নুরু মিয়ার ছেলে রাজু মিয়া (২৭), কাচু মামুদের ছেলে আমিরুল ইসলাম (৩৮), মৃত মজিবর রহমানের ছেলে সবুজ সরকার (৪৮), রজব আলীর ছেলে নুরুজ্জামান (৪৩) ও মৃত জহুরুল হকের ছেলে আজম আলী (৪৭)।
পুলিশ সূত্র দৈনিক শিক্ষাডটকমকে জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিভিত্তে উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে জুয়া খেলারত অবস্থায় ৬ জুয়াড়িকে আটক করা হয়।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন
সোমবার (৭ জুন) দুপুরে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজীব কুমার রায় দৈনিক শিক্ষাডটকমকে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।