ববিতে ভর্তি পরীক্ষায় মাথা ঢেকে বসা যাবে না - Dainikshiksha

ববিতে ভর্তি পরীক্ষায় মাথা ঢেকে বসা যাবে না

সাইফুর রহমান মিরণ, বরিশাল |

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (২২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। শনিবার (২৪ নভেম্বর) ভর্তি পরীক্ষা শেষ হবে । শিক্ষার্থীদের মুখ, গলা, মাথা ও কান অনাবৃত রেখে পরীক্ষার হলে বসার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই নিয়ম না মানলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।

বৃহষ্পতিবার (২২ নভেম্বর) এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এসএম ইমামুল হক।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষা বর্ষে অনার্স ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বাতিল করেছে। ফলে ভর্তি পরীক্ষা নিয়ে কোন ধরণের নেতিবাচক প্রভাব নেই। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে কোচিং বাণিজ্যও নেই। তারপরও ভর্তি পরীক্ষা নিয়ে যাতে কোন ধরণে প্রশ্ন উঠতে না পারে সেজন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এবছরও পরীক্ষার্থীরা হলে কোন ধরণের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না। মুখ, গলা, মাথা ও কান ঢেকে পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হবে না। যারা এই নিয়ম মানবে না তারা পরীক্ষা দেওয়ার সুযোগ হারাবে। পরীক্ষার হলে দায়িত্বপালনকারী শিক্ষকরাও মুঠোফোন ব্যবহার করতে পারবেন না। পরীক্ষা শুরুর আগে মুঠোফোন হল সুপারের কাছে জমা দিতে হবে। 

উপাচার্য বলেন, প্রশ্নপত্র পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে হলে প্যাকেট বন্ধ অবস্থায় পাঠানো হবে। পরীক্ষা শুরুর দুই মিনিট আগে হলে প্রশ্নপত্র রাখা খাম খোলা হবে। একই সঙ্গে পরীক্ষা চলাকালীন সময় বিশ্ববিদ্যালয় এলাকায় মুঠোফোন নিয়ন্ত্রণ করা হবে। ইতিমধ্যে মুঠোফোন নিয়ন্ত্রণ যন্ত্র (জ্যামার) স্থাপন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘খ’ ও ‘গ’ ইউনিটের পরীক্ষা। সকাল ১০টা থেকে ১১টা ‘খ’ এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘গ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘খ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস এবং বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ ও বরিশাল সরকারি মডেল স্কুল ও কলেজ কেন্দ্রে। বিকেলে ‘গ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে নিজস্ব ক্যাম্পাস এবং সরকারি মহিলা কলেজ কেন্দ্রে।

শনিবার ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘ক’ ইউনিটের পরীক্ষা। সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষা হবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পসসহ সরকারি বরিশাল কলেজ, সরকারি মহিলা কলেজ, আলেকান্দা সরকারি কলেজ, সরকারি মডেল স্কুল ও কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয়, বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে।

এবছর বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন ২৪টি বিভাগে ১ হাজার ৪৪০জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। এ বছর নতুন দুটি ইতিহাস ও পরিসংখান বিষয়সহ ২৪ বিভাগের জন্য ২৮ হাজার ৪০২জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে। এর মধ্যে ‘ক’ ইউনিটে ৫ হাজার ৭৬৮ জন, ‘গ’ ইউনিটে ৪ হাজার ২৭৭ জন এবং ‘ক’ ইউনিটে ৬ হাজার ৩০০ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0038149356842041